ইংলিশ এফএ কাপ ফুটবলে ওডিওন ইঘালোর জোড়া গোলে ডার্বি কাউন্টিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ।
ম্যাচের শুরু থেকেই ম্যানউই ওপর আধিপত্য দেখানোর চেষ্টা করে ডার্বি। ১০ মিনিটে ডার্বির লোউই সিবলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৮ মিনিটে ওয়েন রুনির দারুণ একটি ফ্রি-কিক শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ম্যানউইর আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো।
তবে নিজেদের গুছিয়ে নেয় রেড ডেভিলসরা। ম্যাচের ৩৩ মিনিটে ইগহালোর শট ডার্বির গোলরক্ষক কেলি রুস ফিরিয়ে দিলেও পরের মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। লুক শো’র বাম পায়ের শটে বল ঠিকানা খুঁজে পায়।
এরপর গোলের ব্যবধান বাড়াতেও সময় নেয়নি ম্যানইউ। ৮ মিনিট পর ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি বক্সের মাঝখান থেকে বাম পায়ের শটে বল জালে পাঠান ওডিওন ইঘালো। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যানইউ। একের পর এক আক্রমণ চালাতে থাকেন তারা। ৭০ মিনিটে আবারও ব্যবধান বাড়ায় ম্যানইউ। পেনাল্টি বক্সের মাঝখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইঘালোর বা পায়ের জোড়ালো শটে ব্যবধান বেড়ে ৩-০ হয়। ম্যাচে ওডিওন ইঘালোর এটি দ্বিতীয় গোল।
খেলার বাকি সময় অক্রমণ চালালেও ব্যবধান আর বাড়েনি। সময় শেষে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গানারের শিষ্যরা। তিন গোলের সঙ্গে ম্যানইউ তিনিটি হলুদ কার্ডও দেখেছে। বিপরীতে ডার্বি কাউন্টি দেখেছে একটি।