এমবাপের হ্যাটট্রিকে পিএসজির গোলবন্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৫ মার্চ ২০২০
এমবাপের হ্যাটট্রিকে পিএসজির গোলবন্যা

কিলিয়ান এমবাপের দুর্দান্ত এক হ্যাটট্রিকে গোল উৎসব করেছে পিএসজি। তার হ্যাটট্রিক গোলে ফরাসি কাপে অলিম্পিক লিঁও-কে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে জায়ান্ট ক্লাবটি। একই সঙ্গে টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করেছে পিএসজি।

খেলার ১১তম মিনিটে মার্তিন তেরিয়ারের গোলে এগিয়ে যায় স্বাগতিক লিঁও। তবে তিন মিনিট পর ম্যাচের ১৪তম মিনিটে পিএসজিকে সমতা ফেরান এমবাপে। এরপর আর কোন গোল না হওয়ায় ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ৬১তম মিনিটে লিঁও-র ফার্নান্ডো মার্কাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। শুরু হয় পিএসজির গোল বন্যা।

খেলার ৬৪তম মিনিটে পেনাল্টির সুযোগ কাজে লাগান ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। এর ছয় মিনিট পড় নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। ৭০ গজ দৌড়ে একক প্রচেষ্টায় গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।

৩-১ গোলে এগিয়ে থাকা পিএজিকে ৮১তম মিনিটে আরও এগিয়ে দেন পাবলো সারাবিয়া। ৪-১ থাকা পিএসজিকে ইনজুরি টাইমে (৯০+২ মিনিট) ৫-১ গোলের ব্যবধান করেন এমবাপে। একই সঙ্গে হ্যাটট্রিক পূর্ণ করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ তারকা ফুটবলার।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে ধরা খেলেন রোনালদিনহো

ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে ধরা খেলেন রোনালদিনহো

ঘরের মাঠে ট্রাইব্রেকার ভাগ্যে টটেনহ্যামের বিদায়

ঘরের মাঠে ট্রাইব্রেকার ভাগ্যে টটেনহ্যামের বিদায়

মোহামেডানকে চার গোলে উড়িয়ে দিল আবাহনী

মোহামেডানকে চার গোলে উড়িয়ে দিল আবাহনী

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের শঙ্কা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের শঙ্কা