ঘরের মাঠে ট্রাইব্রেকার ভাগ্যে টটেনহ্যামের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ এএম, ০৫ মার্চ ২০২০
ঘরের মাঠে ট্রাইব্রেকার ভাগ্যে টটেনহ্যামের বিদায়

টটেনহ্যাম হটস্পারকে ট্রাইব্রেকারে হারিয়ে এফ এ কাপের ফাইনালে নরউইচ সিটি। ২৮ বছরে এই প্রথম এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে নরউইচ সিটি।

টটেনহ্যামের ঘরের মাঠে খেলা হলেও শুরু থেকেই স্পার্সদের চেপে ধরে নরউইচ সিটি। মাঠের খেলায় পিচিয়ে থাকেলেও শুরুতেই গোল আদায় করে নেয় স্পার্সরা। খেলা শুরুর ১৩ মিনিটের মাথায় জন ভারটোগেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।

১-০ গোলে পিছিয়ে পড়ে গোল করার জন্য মরিয়া হয়ে উঠে নরউইচ সিটি। কয়েকবার গোলে শট নিলেও গোলের দেখা পায়নি নরউইচ সিটি। ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্বক স্পার্সরা তবে কম যাননি নরউইচ সিটিও। তবে ৭৮ মিনিটে জো ড্রোমিকের গোলে সমতায় ফিরে নরউইচ সিটি। শেষ পর্যন্ত আর কোন গোল না হরে ট্রাইব্রেকারে গড়ায় খেলা।

ট্রাইব্রেকারে স্পার্সদের ২ টি গোল আটকে দেয় নরউইচ সিটির গোলরক্ষক টিম ক্রুল। আর তাতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরউইচ সিটি আর ঘরের মাঠে খেলতে নেমে এফ এ কাপ থেকে বিদায় নিল টটেনহ্যাম।



শেয়ার করুন :


আরও পড়ুন

মোহামেডানকে চার গোলে উড়িয়ে দিল আবাহনী

মোহামেডানকে চার গোলে উড়িয়ে দিল আবাহনী

উয়েফা ন্যাশনস লিগের একই গ্রুপে পর্তুগাল-ফ্রান্স-ক্রোয়েশিয়া

উয়েফা ন্যাশনস লিগের একই গ্রুপে পর্তুগাল-ফ্রান্স-ক্রোয়েশিয়া

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের শঙ্কা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের শঙ্কা

লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি