টটেনহ্যাম হটস্পারকে ট্রাইব্রেকারে হারিয়ে এফ এ কাপের ফাইনালে নরউইচ সিটি। ২৮ বছরে এই প্রথম এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে নরউইচ সিটি।
টটেনহ্যামের ঘরের মাঠে খেলা হলেও শুরু থেকেই স্পার্সদের চেপে ধরে নরউইচ সিটি। মাঠের খেলায় পিচিয়ে থাকেলেও শুরুতেই গোল আদায় করে নেয় স্পার্সরা। খেলা শুরুর ১৩ মিনিটের মাথায় জন ভারটোগেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।
১-০ গোলে পিছিয়ে পড়ে গোল করার জন্য মরিয়া হয়ে উঠে নরউইচ সিটি। কয়েকবার গোলে শট নিলেও গোলের দেখা পায়নি নরউইচ সিটি। ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্বক স্পার্সরা তবে কম যাননি নরউইচ সিটিও। তবে ৭৮ মিনিটে জো ড্রোমিকের গোলে সমতায় ফিরে নরউইচ সিটি। শেষ পর্যন্ত আর কোন গোল না হরে ট্রাইব্রেকারে গড়ায় খেলা।
ট্রাইব্রেকারে স্পার্সদের ২ টি গোল আটকে দেয় নরউইচ সিটির গোলরক্ষক টিম ক্রুল। আর তাতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরউইচ সিটি আর ঘরের মাঠে খেলতে নেমে এফ এ কাপ থেকে বিদায় নিল টটেনহ্যাম।