মর্যাদার লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বুধবার (৪ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবল ম্যাচে মোহামেডানকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ঢাকা আবাহানী।
এ জয়ে চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগের তালিকার শীর্ষস্থান দখল করেছে ধানমন্ডির ক্লাবটি। অবশ্য সমান পয়েন্ট অর্জন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে আবাহনী। সমান সংখ্যাক ম্যাচ থেকে মোহামেডানের অর্জন ছয় পয়েন্ট।
ম্যাচের শুরু থেকে আক্রমনাত্মক মেজাজে খেলা শুরু করে আবাহনী। বিদেশি খেলোয়াড় কার্ভেনস বেলফোর্টের গোলে ১৬ মিনিটেই এগিয়ে যায় তারা (১-০)। ৩৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এডগার বার্নহার্ড (২-০)। বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৩ মিনিটে বেলফোর্ট ফের গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় আবাহনী।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে ছয়বারের বিপিএল চ্যাম্পিয়নরা। ৬৪ মিনিটে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন চতুর্থ গোল করে দলীয় বিজয় নিশ্চিত করেন (৪-০)।
আবাহনীর উজ্জীবিত খেলার বিপরীত মোহামেডানের খেলা ছিল একেবারেই বিবর্ণ। গোলের কোন সুযোগই সৃষ্টি করতে পারেনি মতিঝিল ক্লাব পাড়ার দলটি।