মোহাম্মদ সালাহর লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার উঠে গেল চেলসি। চেলসির হয়ে একটি করে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান ও রস বার্কলি।
ওয়াটফোর্টের বিপক্ষে হারার পর মঙ্গলবার (৩ মার্চ) সাত পরিবর্তন নিয়ে মাঠে নামে লিভারপুল। টানা ১৮ জয়ের পর এই সিজনে ১ম হারের মুখ দেখে ক্লপের শিষ্যরা। এবার হারের মুখ দেখতে হলো চেলসির বিপক্ষে।
লিভারপুল শিবিরে সাদিও মানে, ফন ডি উইক,রবার্টসন ও জো গোমেজের মত তারকা থাকতেও হারল ক্লপ শিষ্যরা। শুরু থেকে লিভারপুল আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ১৩ মিনিটে ২০ গজ দূরে থেকে উইলিয়ানের শট আটকাতে ব্যর্থ হয় লিভারপুল গোলরক্ষক আদ্রিয়ান। আর তাতেই ১-০ গোলের লিড নেয় চেলসি।
প্রথমার্ধে লিভারপুল একের পর এক আক্রমণ সাজালেও গোল করতে ব্যর্থ হয়। প্রথমার্ধে আর কেউ গোলের দেখা না পেলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ল্যাম্পার্ড শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোল করার জন্য মরিয়া হয়ে উঠে দুই দল। বিরতি থেকে ফিরে চেলসিকে লিড এনে দেয় রস বার্কলি। ৬৪ মিনিটে লিভারপুল গোলরক্ষক আদ্রিয়ানকে পরাস্ত করে বার্কলি। শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।