বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ বালক ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় করেছে বরিশাল বিভাগ। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনালটি। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে চট্টগ্রামকে এগিয়ে দেন তৌহিদুল ইসলাম। তবে ৬৬ মিনিটে গোলটি পরিশোধ করে বরিশালকে সমতায় ফিরিয়ে আনেন রাশেদুল ইসলাম।
অতিরিক্ত সময়ের ১১ মিনিটে গোল করে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন গোলাম রাব্বি। অসাধারণ পারফর্মেন্সর জন্য তিনিই নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা। সেই সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও লাভ করেছেন রাব্বি।
তবে সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিভাগের আজগর। আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন বরিশালের সাইফুল ইসলাম।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ দুই লাখ টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হয়েছে। রানার্সআপ দল পেয়েছে নগদ এক লাখ টাকার প্রাইজমানি।
এর আগে খুলনা বিভাগকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল বরিশাল। আর টাইব্রেকারে ময়মনসিংহ বিভাগকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম।