উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম ম্যাচেই ধরা গেল বার্সেলোনা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান জায়ান্টরা। দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি ছিলেন গোল বঞ্চিত।
ঘরের মাঠ সান পাওলোতে খেলার প্রথমার্ধে এগিয়ে যায় নাপোলি। তবে দ্বিতীয়ার্ধে আতোয়ান গ্রিজম্যানের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। এছাড়া বার্সেলোনার জন্য বড় ধাক্কা দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্তুরো ভিদাল।
খেলা শুরুর ছয় মিনিটের মাথায় ইয়ংয়ের পাস পেয়ে ডি বক্সের ভেতর থেকে প্রথম আক্রমণ করেন লিওনেল মেসি। তবে তা গোলবারের ওপর দিয়ে চলে যায়। এরপর ৩০ মিনিটে বার্সার একটি আক্রমণকে প্রতিহত করে প্রতি আক্রমণে যায় নাপোলি।
পিতর জিলিনস্কির পাসে টের স্টেগেরকে পরাস্ত করেন ড্রাইস মার্টেন্স। চ্যাম্পিয়ন্স লিগে এটা বেলজিয়াম ফরোয়ার্ডের ৬ষ্ঠ গোল। এরপর নাপোলি আরও কয়েকটি শট নিলেও বার্সার গোলকক্ষক তা ঠেকিয়ে দেয়।
খেলার দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে সমতা ফেরে বার্সেলোনা। নেলসন সেমেদোর দারুণ থ্রুতে জালের দেখা পান আতোয়ান গ্রিজম্যান। ফরাসি ফরোয়ার্ডের চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে এটি প্রথম গোল।
সমতায় ফেরার পাঁচ মিনিটের মাথায় নেপোলি দুটি জোরালো আক্রমণ করলেও বার্সার আন্দ্রে টের স্টেগেন দারুণভাবে তা প্রতিহত করেন। তবে এর কয়েক মিনিট পর ঘটে আরেক ঘটনা।
গোলমুখের সামনে মেসিকে আটকাতে গিয়ে তার সঙ্গে সংঘর্ষে আঘাত পান নাপোলির গোলকিপার ওসপিনার। ফলে মেসিকে হলুদ কার্ড দেখানো হয়। মেসি ছাড়াও এদিন বার্সার আক্রমণভাগের আরও দুই খেলোয়াড়কে দেখানো হয়েছেন হলুদ কার্ড।
এছাড়া সবচেয়ে বড় ধাক্কা আসে আর্তুরো ভিদালের দুটি হলুদ কার্ডে। ফলে তাকে মাঠ থেকে বের হয়ে যেতে হয়। এখন দ্বিতীয় লেগে বার্সার হয়ে তিনি খেলতে পারবেন না। ১৯ মার্চ বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ।