হাজারতম ম্যাচে রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০
হাজারতম ম্যাচে রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

ক্রিস্টিয়ানো রোনালদো তার পেশাদার ক্যারিয়ারে হাজারতম ম্যাচ খেলতে নেমেছিলেন শনিবার রাতে। আর সেই ম্যাচে তার গোলে এসপিএএলকে ২-১ গোলে পরাজিত করে জুভেন্টাস সিরি-এ লিগে আরও এগিয়ে গেছে। এ নিয়ে টানা ১১টি সিরি-এ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করলেন পর্তুগীজ এ তারকা।

৩৫ বছর বয়সী রোনালদো বিরতির আগে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেওয়ার পাশাপাশি গাব্রিয়েল বাতিস্তুতা ও ফ্যাবিও কুয়াগলিয়ারেলার টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর রোনালদো এবারের মৌসুমে এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় জুভেন্টাসের জার্সি গায়ে ২৫টি গোল করলেন। এর মধ্যে শেষ ১১ ম্যাচে করেছেন ১৬ গোল।

৬০ মিনিটে অ্যারন রামসে জুভেন্টাসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। পেনাল্টি স্পট থেকে আন্দ্রে পেতাগনা ৬৯ মিনিটে এক এসপিএএলের হয়ে এক গোল পরিশোধ করেছেন। মাঠের পাশের মনিটর কাজ না করা সত্ত্বেও ভিএরআর রিভিউর মাধ্যমেই স্বাগতিকদের এ পেনাল্টি উপহার দেওয়া হয়েছিল।

নাপোলি ও হেলাস ভেরোনার কাছে পরাজিত হবার পর আবারও অ্যাওয়ে ম্যাচে জয়ের ধারায় ফিরলো জুভেন্টাস। আগামী সপ্তাহে ফ্রেঞ্চ ক্লাব লিঁওর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচের আগে এ জয় জুভেন্টাসকে আত্মবিশ্বাস যোগাবে।

ম্যাচ শেষে জুভেন্টাস কোচ মরিজিও সারি বলেছেন, ‘এ ম্যাচটি অনেক কঠিন ছিল। গত কয়েক বছর যাবত আমরা এখানে জিততে পারিনি। তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরাই আমাদের মূল লক্ষ্য ছিল। এরপর থেকে আমারা লিঁওকে নিয়ে চিন্তা করবো। চ্যাম্পিয়ন্স লিগ আমাদের কাছে স্বপ্নের মত। এর জন্যই সবকিছু করতে চাই।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার বড় জয়ে মেসির চার গোল

বার্সেলোনার বড় জয়ে মেসির চার গোল

হেন্ডারসনকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে

হেন্ডারসনকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে

উড়তে থাকা লিভারপুলকে থামালো অ্যাথলেটিকো মাদ্রিদ

উড়তে থাকা লিভারপুলকে থামালো অ্যাথলেটিকো মাদ্রিদ

ইউরোপীয়ান আসরে দখল নেওয়ার দ্বারপ্রান্তে এসি মিলান

ইউরোপীয়ান আসরে দখল নেওয়ার দ্বারপ্রান্তে এসি মিলান