হেন্ডারসনকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২০
হেন্ডারসনকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ তে প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তাকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে ৮০ মিনিটে ইনজুরির কারণে মাঠ ত্যাগ করেন হেন্ডারসন। এরপর লিভারপুলের মেডিকেল দল তাকে পর্যবেক্ষণে রাখে। শুক্রবার তার স্ক্যান রিপোর্টে ইনজুরির মাত্রা ধরা পড়েছে।

সোমবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিভারপুল বস জার্গেন ক্লপ ইনজুরি থেকে হেন্ডারসনের ফেরার সম্ভাব্য সময় জানিয়েছেন। ক্লপ বলেন, ‘এবারের লিগে আমরা বিভিন্ন ধরনের হ্যামস্ট্রিং ইনজুরির কথা শুনছি। এর মধ্যে হ্যারি কেন অন্যতম। তবে হেন্ডারসনের ইনজুরি ততটা গুরুতর নয়। তারপরও তাকে অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আমি শুধু এটুকুই বলতে পারি আমরা সৌভাগ্যবান।’

ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার কারণে মৌসুমের এ সময়ে এসে হেন্ডারসনের অনুপস্থিতি লিভারপুলকে কিছুটা হলেও দুঃশ্চিন্তায় ফেলেছে। ২৯ বছর বয়সী হেন্ডারসনের ব্যাকআপ খেলোয়াড় অবশ্য ক্লপের হাতে আছে। নেবি কেইটা ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। এছাড়া অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন ভালো ফর্মে আছেন।

দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ২২ পয়েন্ট এগিয়ে থাকা লিভারপুলের জন্য এ তিন সপ্তাহ হেন্ডারসনের অনুপস্থিতি খুব একটা অনুভূত নাও হতে পারে। এ সময়ে মধ্যে লিভারপুলের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল ওয়েস্ট হ্যাম, ওয়াটফোর্ড ও বোর্নমাউথ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ডর্টমুন্ডের সাথে স্থায়ী চুক্তি করলেন এমরে কান

ডর্টমুন্ডের সাথে স্থায়ী চুক্তি করলেন এমরে কান

উড়তে থাকা লিভারপুলকে থামালো অ্যাথলেটিকো মাদ্রিদ

উড়তে থাকা লিভারপুলকে থামালো অ্যাথলেটিকো মাদ্রিদ

হল্যান্ডের জোড়া গোলে ঘরের মাঠে ডর্টমুন্ডের জয়

হল্যান্ডের জোড়া গোলে ঘরের মাঠে ডর্টমুন্ডের জয়

ইউরোপীয়ান আসরে দখল নেওয়ার দ্বারপ্রান্তে এসি মিলান

ইউরোপীয়ান আসরে দখল নেওয়ার দ্বারপ্রান্তে এসি মিলান