জার্মান মিডফিল্ডার এমরে কানের সাথে স্থায়ী চুক্তি করেছে বরুসিয়া ডর্টমুন্ড। জুভেন্টাস থেকে গত মাসে বরুসিয়ায় খেলতে এসেছেন কান। এবার তার সাথে চুক্তি স্থায়ী করার বিষয়টি উভয় ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
২৬ বছর বয়সী এ মিডফিল্ডার মাঝে মাঝে ডিফেন্ডার হিসেবেও খেলে থাকেন। ইনজুরি আক্রান্ত ড্যানিশ মিডফিল্ডার থমাস ডেলানের স্থানে বুন্দেসলিগা দলটিতে যোগ দেন কান। মৌসুমের শেষ পর্যন্ত তার থাকার কথা থাকলেও নতুন চুক্তি অনুযায়ী চার বছরের জন্য তিনি ডর্টমুন্ডেই থাকবেন।
এক বিবৃতিতে জার্মান ক্লাবটি জানিয়েছে, কানের সাথে ধারের চুক্তিটি জুনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু জুভেন্টাসের সাথে স্থায়ী চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। জুভ জানিয়েছে, প্রাথমিকভাবে কানকে আগামী তিন বছর ২৫ মিলিয়ন ইউরো দেবে বরুসিয়া।
ইতোমধ্যেই ডর্টমুন্ডের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন কান। দশদিন আগে বায়ার লিভানকুসেনের বিপক্ষে ৪-৩ গোলের পরাজয়ের ম্যাচটিতে প্রথম মূল একাদশে খেলতে নেমেই দুর্দান্ত এক গোল করেছিলেন।
শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে টিন এজ স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্দের পর ডর্টমুন্ডের সাথে দ্বিতীয় বড় চুক্তি করলেন কান। ২০ মিলিয়ন ইউরোতে ডর্টমুন্ডে নাম লেখানো নরওয়েজিয়ান সেনসেশন হালান্দ ইতোমধ্যেই ৬ ম্যাচে ৯ গোল করেছেন।