উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড- ১৬ এর লেগ-১ এ নিজেদের ঘরের মাঠে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে পিএসজিকে ২-১ গোলে হারালো বরুশিয়া ডর্টমুন্ড।
সিগন্যাল ইদুনা পার্কে শুরু থেকেই সফরকারী পিএসজিকে আক্রমন করতে থাকে স্বাগতিকরা । তবে সফরকারীদের রক্ষনভাগের দেয়াল ভাঙতে পারেনি হল্যান্ডরা। প্রথমার্ধে আক্রমনের দিক থেকে ডর্টমুন্ড এগিয়ে থাকলেও বল দখলে এগিয়ে ছিলো পিএসজি। প্রথমার্ধে গোলশূন্য রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতিতে থেকে ফিরে আক্রমনের ধার বাড়ে স্বাগতিকদের। তবে স্বাগতিকদের একটুও ছাড় দেয়নি নেইমার-এমবাপ্পেরা। ডর্টমুন্ডের আক্রমণে পাল্টা আক্রমণ চালায় পিএসজি। খেলার সময় তখন ৬৯ মিনিট গিউরিওজের শট নাভাস ফেরালে ফিরতি শটে বল জালে জড়িয়ে ডর্টমুন্ডকে এগিয়ে নেন হল্যান্ড।
১-০ গোলে পিছিয়ে পড়ে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে পড়ে নেইমার-এমবাপ্পেরা। গোল পরিশোধ করতে খুব একটা সময় নেয়নি সফরকারীরা। ৬ মিনিটের ব্যবধানে ডান পাশ থেকে এমবাপ্পের ক্রসে বল জালে পাঠান নেইমার। তবে সমতা বেশি সময় ধরে রাখতে পারেনি পিএসজি। দুই মিনিট পরেই গোল করে দলকে এগিয়ে নেন হল্যান্ড। এই নিয়ে এই সিজনে ৮ ম্যাচ খেলে ১১ গোল করলেন হল্যান্ড।
শেষ পর্যন্ত আর কোন দল গোল না পারায় ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বরুশিয়া ডর্টমুন্ড। পরবর্তী লেগ অনুষ্ঠিত হবে ১১ মার্চ প্যারিসে।