তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। চলতি মাসের শেষ অথবা মার্চের শুরুতেই মেসির স্ত্রী আন্তনেলা রোকাজ্জরু তৃতীয় সন্তানের মা হবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে।
এদিকে জন্মগ্রহণের আগেই এ পুত্র সন্তানের নাম ঠিক করে ফেলেছেন মোস দম্পতি। নাম রাখা হয়েছে চিরো।
নিজের ইনস্টিগ্রাম একাউন্টের মাধ্যমে তৃতীয় পুত্রের নাম ঘোষণা করেছেন মেসি। ভিডিও বার্তার মাধ্যমে ছেলের নাম ঘোষণা করেন তিনি।
গতবছর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও রোকাজ্জু ইতোমধ্যেই দুই সন্তানের জন্ম দিয়েছেন। তাদের নাম থিয়াগো ও মাতেও।