বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বে পুরস্কৃত মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০
বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বে পুরস্কৃত মেসি

কোন ফুটবলার হিসেবে প্রথমবারের মতো লরিয়াস বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। ২০১৯ সালে ফুটবলে দারুণ ছন্দে থাকা এ আর্জেন্টাইনকে অবশ্য বর্ষসেরা পুরস্কারটি ফর্মূলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সাথে ভাগাভাগি করে নিতে হয়েছে।

ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সী হ্যামিল্টনের সাথে পুরস্কার ভাগ করে নেওয়ার বিষয়টিও ২০ বছরের লরিয়াস অ্যাওয়ার্ড ইতিহাসে প্রথম ঘটনা।

পুরস্কারে ভূষিত হওয়ার পর এক ভিডিও বার্তায় মেসি বলেছেন, ‘একটি দলীয় ইভেন্ট থেকে প্রথমবারের মত এ পুরস্কার অর্জন করতে পেরে আমি দারুণ সম্মানিত বোধ করছি।’

২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপে পাঁচটি স্বর্ণপদক জয় করা যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সুপারস্টার সিমোনে বিলেস লরিয়াস বর্ষসেরা নারী ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন। এ নিয়ে তৃতীবারের মতো বিলেস এ পুরস্কার জয় করলেন।

গত বছর বিশ্বকাপ জয় করা দক্ষিণ আফ্রিকা রাগবি দল জার্গেন ক্লপের লিভারপুল ও বিশ্বকাপ জয়ী যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলকে পিছনে ফেলে বর্ষসেরা দলের পুরস্কার জয় করেছেন।

এদিকে একই রাতে ইতিহাস গড়েছেন শচীন টেন্ডুলকারও। যদিও ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই, তবু তার প্রতি ক্রিকেটভক্তদের ভালোবাসায় যে এতটুকু কমেনি তার উদাহরণ এবারের লরিয়াস পুরস্কার।

বিশ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার পেয়েছেন এ কিংবদন্তী লিটল মাস্টার। সব ক্যাটাগরির মাঝে একটি পুরস্কারই কেবল সাধারণ মানুষের ভোটে নির্ধারিত হয়েছে।

২০১১ সালে বিশ্বকাপে জেতার পর টেন্ডুলকারকে ঘাড়ে তুলে ভারতীয় দলের উদযাপনের সেই স্মৃতিময় মুহূর্তের কথা আজও ভারতীয় সমর্থকদের মনে গেঁথে আছে, তার একটা বড় উদাহরণ এ পুরস্কার পাওয়ার ঘটনা। ইতিহাসের সাক্ষী হতে পুরস্কার গ্রহণ করতে কাল বার্লিনে উড়ে গিয়েছিলেন টেন্ডুলকার। তার হাতে পুরস্কার তুলে দেন বিশ্বকাপজয়ী সাবেক অজি অধিনায়ক স্টিভ ওয়াহ।

এছাড়া জার্মান বাস্কেটবল তারকা ড্রিক নাউটিজকি আজীবন সম্মাননা পেয়েছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্বল প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

দুর্বল প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

দুর্দান্ত জয় পেল বার্সেলোনা

দুর্দান্ত জয় পেল বার্সেলোনা

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

দিবালা-কুয়াদ্রাদোর গোলে জুভেন্টাসের জয়

দিবালা-কুয়াদ্রাদোর গোলে জুভেন্টাসের জয়