ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছে বর্তমান ইংলিশ ফুটবলের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙের দায়ে এ শাস্তি পেয়েছে ক্লাবটি।
এদিকে শুধু নিষেধাজ্ঞাই নয়, ম্যানচেস্টার সিটিকে বড় অংকের জরিমানাও করেছে উয়েফা। দিতে হবে ৩ কোটি ইউরো জরিমানা ((বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৬ কোটি টাকা)। তবে এ শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন এ ক্লাবটি।
বিশ্বের অন্যতম ধনী ফুটবল ক্লাবগুলোর মধ্যে একটি ম্যানচেস্টার সিটি। তবে তাদের বিরুদ্ধে ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙের অভিযোগের প্রমাণ পেয়েছে উয়েফা। শুক্রবার উয়েফা জানায়, ইংলিশ এ ক্লাবটি বড় ধরনের নিয়ম ভঙের অপরাধ করেছে।
এদিকে উয়েফার এমন শাস্তিতে হতাশা প্রকাশ করলেও বিস্মিত নয় ক্লাবটি। অভিযোগ অস্বীকার করে উল্টো উয়েফার তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ।
২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে সিটির স্পনসরশিপ রাজস্ব থেকে আয়কৃত আর্থিক হিসেবে গড়মিল পেয়েছে বলে জানিয়ছে উয়েফার আর্থিক সংগতি নীতি নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি নিয়ে তদন্ত হাজেও ক্লাবটি ‘সহায়তা করেনি’ বলে অভিযোগ উঠেছে।
এদিকে আপিলে ক্লাবটির বিরুদ্ধে শাস্তি বহাল থাকলে চ্যাম্পিয়নস লিগের আগামী দুই মৌসুমে খেলতে পারবে না। একই সঙ্গে জরিমানার অর্থ গুণতে তো হবেই।