আর্সেনালকে পুনর্জীবিত করার জন্য যথেষ্ঠ সময় হাতে পাননি বলে দাবি করেছেন সাবেক কোচ উনাই এমেরি। তার ভাষায়, দলকে টেনে তোলার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন ছিল।
প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)-তে দুই বছরের মেয়াদ শেষে ১৮ মাস এমিরেটস স্টেডিয়ামে কাজ করার সুযোগ পেয়েছিলেন এমেরি। ২০১৬ সালে পিএসজিতে যোগ দেওয়ার আগে টানা তিন বছর তিনি সেভিয়ার হয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছিলেন। ২০১৯ সালের নভেম্বরে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৯ ম্যাচে জয়বিহীন থাকার পার চাকরি হারাতে হয়েছিল এমেরিকে।
ফ্রান্স ফুটবলকে এমেরি বলেছেন, ‘আমি যখন আর্সেনালে যোগ দিয়েছিলাম তখন তাদের পারফরমেন্সের গ্রাফ ক্রমশই নিচে নেমে যাচ্ছিল। আমি সেখানে সেটা থামিয়ে দেই ও ক্লাবকে ইউরোপা লিগের ফাইনালে নিয়ে যাই। যদিও ফাইনালে চেলসির কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছিল গানার্সরা।’
তিনি আরও বলেন, ‘একই সাথে প্রিমিয়াম লিগে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল। ওই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ আমরা হাতছাড়া করেছি। আমরা দলের চার অধিনায়ক লরেন্ট কোসিনলি, পিটার চে, অ্যারন রামসে ও নাচো মনরিয়ালকে হারিয়েছিলাম। বেশ কয়েকজন শীর্ষ খেলোয়াড় নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিল না। আমার আসলে দলকে টেনে তোলার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন ছিল, যা আমি পাইনি।’
বর্তমানে ক্লাববিহীন রয়েছেন এই স্প্যানিশ কোচ। তিনি দাবি করেছেন পিএসজিতে থাকাকালীন চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’তে বার্সেলোনার বিপক্ষে যদি ভিএরআর থাকতো তবে তার দল সাফল্য পেত।
এ সম্পর্কে এমেরি বলেন, ‘ঘরের মাঠে পিএসজি শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে ৪-০ গোলে জয়ী হয়েছিল। কিন্তু ফিরতি লেগে রেফারির কিছু ভুল সিদ্ধান্তে পিএসজিকে ৬-১ গোলের পরাজয় বরণ করতে হয়। কারণ তখন ভিএআর ছিল না।’