ইংলিশ প্রিমিয়ার লিগের আনন্দ কেড়ে নিচ্ছে ‘ভিএআর’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০
ইংলিশ প্রিমিয়ার লিগের আনন্দ কেড়ে নিচ্ছে ‘ভিএআর’

প্রিমিয়ার লিগে দুই-তৃতীয়াংশেরও বেশি সমর্থক বিশ্বাস করেন ভিডিও এসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ধীরে ধীরে ফুটবলের সব আনন্দ কেড়ে নিচ্ছে। বিশ্বব্যপী জনগণের মতামত ভিত্তিক সার্ভে প্রতিষ্ঠান ইউগোভের এক জরিপে এ তথ্য জানা গেছে।

এবারের মৌসুমে প্রথমবারের মত ইংলিশ লিগে এ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আর বিভিন্ন ম্যাচে এ ভিএআর প্রযুক্তি চালু হওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

অন্যান্য ইউরোপীয়ান লিগে মাঠের পাশে মনিটর রাখা হয় এবং রেফারি তার সিদ্ধান্ত সেখানে গিয়ে দেখতে পারে। কিন্তু লন্ডনে ভিএআর’র জন্য এ ধরনের কোন ব্যবস্থা নেই। এমনকি রেফারি মনিটরের সিদ্ধান্তের সাথে কোন ধরনের পরামর্শও করতে পারে না।

যে কারণে বারবার রিভিউ দেখার ফলে অনেক সময় ম্যাচ পরিচালনায় বেশ বিলম্ব হয়। মাঠে উপস্থিত সমর্থকরাও এ কারণে বেশ বিরক্ত হয়ে উঠে। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত তারা কিছুই জানতে পারে না।

জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ সমর্থক মনে করেন ভিএআর চালু হওয়ার পর থেকে ম্যাচের উপভোগ্যতা অনেকাংশেই কমে গেছে। ৭৪ শতাংশ মানুষ বলেছেন প্রযুক্তিটির আরও পরীক্ষা নিরীক্ষা করে বহাল রাখা উচিত।

সবচেয়ে বেশি মানুষ যে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছে সেটা হলো- মাঠের পাশে মনিটর ব্যবহরা করা উচিত। যাতে করে পুরো স্টেডিয়ামের সমর্থকরা ভিএআর অফিসিয়ালদের সাথে একত্রে সব কিছু দেখতে পারে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণে সময়সীমা বেধে দেওয়াও উচিত।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ পাতানোর দায়ে চার ফুটবলার বহিষ্কার

ম্যাচ পাতানোর দায়ে চার ফুটবলার বহিষ্কার

অ্যাথলেটিকোকে হারিয়ে বার্সেলোনাকেও শাসালো রিয়াল

অ্যাথলেটিকোকে হারিয়ে বার্সেলোনাকেও শাসালো রিয়াল

আনসু ফাতির আরেকটি রেকর্ড

আনসু ফাতির আরেকটি রেকর্ড

দশজনের মোঁপেলিয়ের জালে পিএসজির গোল বন্যা

দশজনের মোঁপেলিয়ের জালে পিএসজির গোল বন্যা