সবাইকে ছাপিয়ে আনসু ফাতির জোড়া গোল, বার্সেলোনার দুর্দান্ত জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০
সবাইকে ছাপিয়ে আনসু ফাতির জোড়া গোল, বার্সেলোনার দুর্দান্ত জয়

সবাইকে ছাপিয়ে তরুণ খেলোয়ার আনসু ফাতির জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। তবে তার দুটি গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি।

রোববার রাতে কাম্প নউয়ে লা লিগায় লেভান্তের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা। এ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্ট কমালো কিকে সেতিয়েনের দল।

গত নভেম্বরে লিগে প্রথম দেখায় লেভান্তের মাঠে ৩-১ গোলে হেরেছিল বার্সেলোনা। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যে তিন গোল খেয়েছিল কাতালান ক্লাবটি। তবে এবার ঘরের মাঠে পেয়ে সেই প্রতিশোধও নিল বার্সেলোনা।

ম্যাচের ৩০তম মিনিটে মেসির থ্রু পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিচু শটে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন ফাতি। পরের মিনিটে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন অরক্ষিত তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড। বল গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়।
sportsmail24
চলতি মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়া ১৭ বছর বয়সী ফাতির লিগে এটি চতুর্থ গোল।

খেলার দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফাতিকে রুখতে পোস্ট ছেড়ে আবারও বেরিয়ে যান গোলরক্ষক। তবে বল পেয়ে বার্সেলোনা অধিনায়কের নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ডিফেন্ডার পোস্তিগো।

তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আচমকা গোল খেয়ে বসে বার্সেলোনা। রোচিনার দূরপাল্লার শটে তেমন কোনো হুমকি না থাকলেও গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের হাতে লেগে বল চলে যায় বার্সার জালে। ফলে ২ গোলে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
sportsmail24
২২ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আর ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে শিরোপাধারী বার্সেলোনা এবং তিন নম্বরে থাকা গেতাফের পয়েন্ট ৩৯।



শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাথলেটিকোকে হারিয়ে বার্সেলোনাকেও শাসালো রিয়াল

অ্যাথলেটিকোকে হারিয়ে বার্সেলোনাকেও শাসালো রিয়াল

দশজনের মোঁপেলিয়ের জালে পিএসজির গোল বন্যা

দশজনের মোঁপেলিয়ের জালে পিএসজির গোল বন্যা

সালাহর জোড়া গোলে সাউদাম্পটনকে উড়িয়ে দিল লিভারপুর

সালাহর জোড়া গোলে সাউদাম্পটনকে উড়িয়ে দিল লিভারপুর

বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড

বার্সেলোনার জার্সিতে মেসির ৫০০তম জয়ের রেকর্ড