চেলসি থেকে ধারে ইন্টার মিলানে যোগ দিয়েছেন নাইজেরিয়ান উইঙ্গার ভিক্টর মোসেস। সিরি-এ ক্লাব ইন্টারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে ব্লুজদের সাবেক কোচ এন্টোনিও কন্টের সাথে আবারও মিলিত হলেন মোসেস।
বিবৃতিতে ইন্টার জানিয়েছে, ২০১২ সালে চেলসিতে যোগ দেওয়ার পর দীর্ঘদিন ধারে বিভিন্ন ক্লাবে খেলেছেন। মিলানে তার সাথে চুক্তির বিষয় নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।
চেলসিতে থাকাকালীন কন্টের বেশ প্রিয় খেলোয়াড় ছিলেন ২৯ বছর বয়সী মোসেস। ক্লাবের ওয়েবসাইটে মোসেস বলেছেন, ‘আবারও কন্টের সাথে কাজ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। আমি দারুণ খুশি। আমি তার সাথে কথা বলেছি। ইতোমধ্যেই কন্টে আমাকে ক্লাবের লক্ষ্য সম্পর্কে জানিয়েছে। এখন থেকে আমি তাদেরই একটি অংশ। আশা করছি নিজের শতভাগ দিয়ে ক্লাবকে সহায়তা করতে পারব।’
মিলান ভিত্তিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, মোসেসের সাথে সাড়ে তিন বছরের চুক্তি হয়েছে সিরি-এ ক্লাবটির। চলতি মাসের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইংলিশ ফুল-ব্যাক অ্যাশলে ইয়ংকে দলভুক্ত করার পর শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এ নিয়ে দ্বিতীয় খেলোয়াড়ের সাথে চুক্তি করলো ইন্টার।