টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলে ১ লাখ ডলার আর রানার্সআপ হতে পারলে ৫০ হাজার ডলার বোনাস পেত বাংলাদেশ দল। তবে সেমিফাইনালে বুরুন্ডির কাছে সেই লাখ ডলারের স্বপ্ন খোয়ালো বাংলাদেশ ফুটবল দল।
বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বুরুন্ডির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে বুরুন্ডির হয়ে হয়ে হ্যাটট্রিক গোল করেছেন জসপিন এনশিমিরিমান্ডা।
ম্যাচের ৪৩ মিনিটে প্রথম, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২) দ্বিতীয় ও ৭৯তম মিনিটে তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন এনশিমিরিমান্ডা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টে ২৫ জানুয়ারি (শনিবার) ফিলিস্তিনের মুখোমুখি হবে বুরুন্ডি।