সাবেক চ্যাম্পিয়ন ফিলিস্তিনির কাছে ২-০ গোলের হার দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশন শুরু করলো বাংলাদেশ ফুটবল দল। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ফিলিস্তিনের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় ছয় জাতির এ টুর্নামেন্ট।
নিজেদের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে শুরুতে প্রভাব বিস্তার করে বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত গোল আদায় করে নিতে পারেনি জামাল ভূঁইয়ারা। অন্যদিকে নিজেদের গুছিয়ে ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় ফিলিস্তিন।
রক্ষণভাগের ভুলে পাল্টা আক্রমণে গোল পায় ফিলিস্তিন। বাংলাদেশের গোলরক্ষক রানাকে একা পেয়ে সহজেই পরাস্ত করে বল জালে পাঠায়। এরপর ৩২ মিনিটে আবারও গোলের সুযোগ পায় বাংলাদেশ। তবে সুযোগ কাজে লাগাকে না পারায় ১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জেমি ডে’র শিষ্যরা।
বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ফিলিস্তিন। ডানদিক থেকে মোহাম্মদ দারউশের লম্বা পাসে ডি বক্সের মধ্যে বল পেয়ে যান লাইথ খারুব। তাকে রুখতে পারেননি ইয়াসিন খান। ঘুরে শট নিয়ে বল জালে পাঠান খারুব।
২ গোলে পিছিয়ে গিয়ে আক্রমণ বাড়াতে ৬৫ মিনিটে মতিন মিয়াকে তুলে রবিউল হাসানকে মাঠে নামায় কোচ। এরপর ৭৮ মিনিটে মামুনুল ইসলাম মামুনকে উঠিয়ে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলকে মাঠে নামানো হয়।
তবে আক্রমণের ধার বাড়লেও গোলের দেখা আর পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ হারের ফলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের বিপক্ষে পাঁচবার মাঠে নেমে চারবার হারের স্বাদ পেল বাংলাদেশ ফুটবল দল।