২০১৯ সালে ইংল্যান্ডের বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন জর্ডান হেন্ডারসন। আর নারী বিভাগে এ পুরস্কার লাভ করেন লুসি ব্রোঞ্জ। লিভারপুল মিডফিল্ডার হেন্ডারসন সেরার পুরস্কার অর্জনে পিছনে ফেলেছেন রাহিম স্টার্লিং ও হ্যারি কেনকে।
নারীদের বিভাগে ব্রোঞ্জ ২০১৮ সালের বিজয়ী এলিন হোয়াইট ও বেথ মিডকে পিছনে ফেলে সেরা হয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মত লিঁও তারকা ব্রোঞ্জ ইংলিশ ফুটবলের এ সম্মাননা অর্জন করলেন। এর আগে ২০১৫ সালেও তিনি বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন।
গত বছর ইংল্যান্ডের হয়ে হেন্ডারসন সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে মন্টেনেগ্রোর বিপক্ষে ইউরো বাছাইপর্বে ৫-১ গোলের জয়ের ম্যাচটিতে ৫০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন। এছাড়াও তিনি লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপীয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপে শিরোপা জয়ে সহযোগিতা করেছেন।
২৮ বছর বয়সী ব্রোঞ্জ ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৮১টি ম্যাচ। শি’বিলিভস কাপ জয় ও প্রথমবারের মত বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনের পিছনে ইংল্যান্ডকে দারুণভাবে সহযোগিতা করেছেন ব্রোঞ্জ।
গত বছর ইংল্যান্ডের ২০টি ম্যাচের মধ্যে তিনি ১৮টি ম্যাচেই অংশ নিয়েছেন। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার দেওয়া দুর্দান্ত গোলটি স্মরণীয় হয়ে থাকবে।
২০১৯ সালের উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ও মনোনীত হয়েছিলেন ব্রোঞ্জ। লিঁওকে গত বছর নারী চ্যাম্পিয়ন্স লিগসহ চারটি শিরোপা উপহার দেওয়ার পুরস্কার হিসেবেই তাকে বর্ষসেরা বেছে নেওয়া হয়েছে।