ইউরোতে খেলা হচ্ছে না ডেমিরালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২০
ইউরোতে খেলা হচ্ছে না ডেমিরালের

হাঁটুতে অস্ত্রোপচারের কারণে অন্তত ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন জুভেন্টাসের টার্কিশ ডিফেন্ডার মেরিহ ডেমিরাল। ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে ডেমিরালের ইউরোতে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২১ বছর বয়সী এ ডিফেন্ডারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ডেমিরাল বাম হাঁটুর মেনিসকাসের লিগামেন্টে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। পুরোপুরি সুস্থ হতে অন্তত ৬-৭ মাস সময় লাগতে পারে।

রোববার রোমার বিপক্ষে সিরি-এ লিগে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে তিন মিনিটে পাওলো ডিবালার ফ্রি-কিক থেকে ডেমিরালের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস।

এরপর হাঁটুর ইনজুরির কারণে ১৯ মিনিটে মাঠ ত্যাগ করেন। ইউরোর চূড়ান্ত পর্ব থেকে তার সম্ভাব্য বিদায় তুরষ্কের জন্য বড় দুঃশ্চিন্তার বিয়ষ।

টুর্নামেন্টের বাছাইপর্বে সফলতার পিছনে ডেমিরালের অবদান ছিল অনস্বীকার্য। এ পর্যন্ত তুরস্কের জাতীয় দলের জার্সি গয়ে ১১টি ম্যাচ খেলেছেন এ তরুণ ডিফেন্ডার। বাছাইপর্বে তুরষ্কের হয়ে প্রতিটি ম্যাচেই অংশ নিয়েছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

লুকাকুর জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান

লুকাকুর জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান

নেইমারের জোড়া গোলেও জয় বঞ্চিত পিএসজি

নেইমারের জোড়া গোলেও জয় বঞ্চিত পিএসজি

বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে লাখ ডলার পুরস্কার

বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে লাখ ডলার পুরস্কার

ভালভার্দেকে সড়িয়ে সেতিয়েনকে বসালো বার্সেলোনা

ভালভার্দেকে সড়িয়ে সেতিয়েনকে বসালো বার্সেলোনা