লুকাকুর জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৫ জানুয়ারি ২০২০
লুকাকুর জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান

রোমেলু লুকাকুর দুই গোলে কাগলিয়ারিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ম্যাচ শুরুর মাত্র ২১ সেকেন্ডের মধ্যে প্রথম গোল করেন বেলজিয়ান তারকা লুকাকু।

ইতালিতে ফিরে আসার পর লুকাকু যেন নব জন্ম ফিরে পেয়েছেন। সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে ৬ গোল করলেন এ বেলজিয়ান অ্যাটাকার। সিরি-এ’তে ১৯ ম্যাচে এ পর্যন্ত করেছেন ১৪ গোল।

ম্যাচ শুরুর সাথে সাথেই ২৬ বছর বয়সী লুকাকুর গোলে পিছিয়ে পড়ে সফরকারী কাগলিয়ারি আর ঘুড়ে দাঁড়াতে পারেনি। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোয়া ভালেরো। বিরতির তিন মিনিট পর নিকোলো বারেলার কর্নার থেকে লুকাকু হেডের সাহায্যে নিজের দ্বিতীয় গোল করেন।

৭২ মিনিটে ক্রিস্টিয়ান অলিভা কাগলিয়ারির হয়ে এক গোল পরিশোধ করেন। কিন্তু ৮০ মিনিটে ক্রিস্টিয়ানো বিরাগির কর্ণার থেকে আন্দ্রে রানোচিয়া মিলানের হয়ে চতুর্থ গোলটি করলে বড় জয় পায় স্বাগতিকরা।

ম্যাচ শেষে লুকাকু বলেন, ‘ইন্টার আমার সেরা পছন্দ ছিল। এখানেই আমি খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে পারব বলে আমার বিশ্বাস। দলের জন্য আমি সবকিছুই দিতে প্রস্তুত আছি এবং এভাবেই আমি সবসময় খেলে থাকি। এ কারণে সমর্থকরাও আমকে পছন্দ করে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ভালভার্দেকে সড়িয়ে সেতিয়েনকে বসালো বার্সেলোনা

ভালভার্দেকে সড়িয়ে সেতিয়েনকে বসালো বার্সেলোনা

বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে লাখ ডলার পুরস্কার

বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে লাখ ডলার পুরস্কার

নেইমারের জোড়া গোলেও জয় বঞ্চিত পিএসজি

নেইমারের জোড়া গোলেও জয় বঞ্চিত পিএসজি

মেসিদের মাস্টার পরিবর্তন করতে চাচ্ছে বার্সেলোনা

মেসিদের মাস্টার পরিবর্তন করতে চাচ্ছে বার্সেলোনা