নেইমারের জোড়া গোলেও জয় বঞ্চিত পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ এএম, ১৩ জানুয়ারি ২০২০
নেইমারের জোড়া গোলেও জয় বঞ্চিত পিএসজি

নেইমারের জোড়া গোলেও জিততে পারলো না পিএসজি। বার বার পালাবদলের ম্যাচে দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে সমতায় মাঠ ছেড়েছে মোনাকো। রোববার রাতে লিগ ওয়ানে পিএসজিকে ৩-৩ গোলে রুখে দিয়েছে ২০১৬-১৭ আসরের শিরোপাজয়ী মোনাকো।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করেন নেইমার। মার্কো ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তবে পিএসজির এগিয়ে থাকার স্বস্তি বেশিক্ষণ টেকেনি। চার মিনিট পরই দলকে সমতায় ফেরান জেলসন মার্তিন্স। বেন ইয়েদেরকে ঠেকাতে ছুটে যাওয়া গোলরক্ষক কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে অনায়াসে ফাঁকা জালে বল পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচের ১৩তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদেরের গোলে এগিয়েও যায় মোনাকো। তারাও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ২৪তম মিনিটে নেইমারের শট মোনাকোর ডিফেন্ডার বালো-তরের গায়ে লেগে গোল হয়।

এরপর ৪২তম মিনিটে নেইমারের স্পট কিকে আবারও এগিয়ে যায় শিরোপাধারীরা। ডি-বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৭০তম মিনিটে স্কোরলাইন ৩-৩ করে পিএসজিকে স্তব্ধ করে দেন আলজেরিয়ার ফরোয়ার্ড ইসলাম স্লিমানি। লাইন্সম্যান্স অফসাইডের পতাকা তুললেও ভিএআর চেক করে গোলের বাঁশি বাজান রেফারি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

লুকাকুর জোড়া গোলে শীর্ষে ইন্টার মিলান

লুকাকুর জোড়া গোলে শীর্ষে ইন্টার মিলান

সেইন্ট-এতিয়েনকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে সেমিফাইনালে পিএসজি

সেইন্ট-এতিয়েনকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে সেমিফাইনালে পিএসজি

পাঁচ মিনিটেই বার্সার সব শেষ, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

পাঁচ মিনিটেই বার্সার সব শেষ, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ