এস্পানিওলের কাছে হোঁচট খেল বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ০৫ জানুয়ারি ২০২০
এস্পানিওলের কাছে হোঁচট খেল বার্সেলোনা

স্প্যানিশ লা-লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা এবং তলানিতে থাকা এস্পানিওল। তলানিতে থাকা এস্পানিওল শেষ পর্যন্ত বছরের প্রথম ম্যাচ খেলতে নামা বার্সেলোনাকে আটকে দিল।

শনিবার রাতে আরসিডিই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রত্যাশিত আধিপত্য বজায় রেখে খেলতে থাকে বার্সেলোনা। তবে প্রত্যাশিত গোল পাচ্ছিল না কাতালান জায়েন্টরা। উল্টো ম্যাচের ২৩তম মিনিটে ডেভিড লোপেজের অনবদ্য এক হেডের গোলে এগিয়ে যায় এস্পানিওল।

পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া বার্সেলোনাকে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। বিরতির পর ৫০তম মিনিটে আলবারের দুর্দান্ত ক্রস থেকে সুপার ফিনিশিংয়ের মধ্যে দিয়ে বার্সাকে সমতায় ফেরান সুয়ারেজ। লা-লিগার চলতি মৌসুমে এটি তার ১১তম গোল।

প্রথম গোল করার ৮ মিনিট পর আবারও ভেলকি দেখান সুয়ারেজ। তবে এবার সুয়ারেজ নিজে গোল না করে অ্যাসিস্ট করেন। নান্দনিক সেই অ্যাসিস্ট থেকে গোল করেন ভিদাল। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

এগিয়ে গিয়ে জয়ে শেষ করার আশা করলেও তার আর হয়নি। ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে দ্বিতীয় গোল হজম করতে হয় তাদের। ডান দিক থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ২-২ করেন এস্পানিওলের চাইনিজ ফরোয়ার্ড উ লিঁই।

এর আগে ৭৫তম মিনিটে কাইয়েরির জার্সি টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেংকি ডি ইয়ং। ফলে বার্সেলোনার দল পরিণত হয় ১০ জনে। এর খানিক পরেই ফরোয়ার্ড গ্রিজমানকে বসিয়ে ডিফেন্ডার নেলসন সেমেদোকে নামান কোচ ভালভেরদে।

ম্যাচের বাকি সময়ে সর্বোচ্চ চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা না পেলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সালোনার। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এস্পানিওল এর কাছে হোঁচট খায় বার্সেলোনা।

তবে ড্র করেও ১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪০। ফলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠা রিয়াল মাদ্রিদকে আবারও পেছনে ফেলেছে বার্সেলোনা।



শেয়ার করুন :


আরও পড়ুন

জয় দিয়ে বছর শুরু করে শীর্ষে রিয়াল মাদ্রিদ

জয় দিয়ে বছর শুরু করে শীর্ষে রিয়াল মাদ্রিদ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল : একই গ্রুপে বাংলাদেশ-ফিলিস্তিন-শ্রীলঙ্কা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল : একই গ্রুপে বাংলাদেশ-ফিলিস্তিন-শ্রীলঙ্কা

২০২০ সালে মেসির সামনে যেসব চ্যালেঞ্জ

২০২০ সালে মেসির সামনে যেসব চ্যালেঞ্জ

সুপার কাপে খেলা হচ্ছে না বার্সা গোলরক্ষকের

সুপার কাপে খেলা হচ্ছে না বার্সা গোলরক্ষকের