পগবার অস্ত্রোপচার বাধ্যতামূলক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০২ জানুয়ারি ২০২০
পগবার অস্ত্রোপচার বাধ্যতামূলক

গোঁড়ালির ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে যেতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবাকে। নতুন এ ইনজুরিতে তাকে অস্ত্রোপচারের টেবিলেও বসতে হচ্ছে। আর এ জন্য তাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে।

আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচটি শেষে ইউনাইটেড বস ওলে গানাল সুলশার এসব তথ্য জানিয়েছেন।

ফ্রেঞ্চ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পগবা ১০দিন আগে ওয়াটফোর্ডের বিপক্ষে প্রায় তিন মাস পর মাঠে নেমেছিলেন। চারদিন পর নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচেও তিনি বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নেমেছিলেন। সুলশার জানিয়েছেন, স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় পগবা মাত্র ৬টি ম্যাচে মূল একাদশে খেলেছেন। প্রিমিয়ার লিগে বর্তমানে পঞ্চম স্থানে থাকা ইউনাইটেডের মধ্যমাঠে পগবার অনুপস্থিতি অবশ্যই অনুভূত হবে।

এর আগেই স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে ইনজুরির কারণে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় ইউনাইটেডের মধ্যমাঠ নিয়ে দারুণ দুঃশ্চিন্তায় পড়েছেন সুলশার।

এ সম্পর্কে তিনি বলেছেন, ‘যেহেতু স্কটও দলের বাইরে রয়েছে সে কারণে পগবার অনুপস্থিতি দলকে শঙ্কায় ফেলেছে। তবে আগামী এক মাসের মধ্যে পগবা ফিরে আসবে বলে আশা করছি।’

মৌসুমের শুরুতে ইউনাইটেড ছাড়ার আগ্রহ প্রকাশ করায় ওল্ড ট্র্রাফোর্ডে পগবার ভবিষ্যৎ নিয়ে প্রথম থেকেই শঙ্কা ছিল। ইতোমধ্যেই পগবার ব্যপারে আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু হচ্ছে না বলে একটি সূত্র নিশ্চিত করেছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২০ সালে মেসির সামনে যেসব চ্যালেঞ্জ

২০২০ সালে মেসির সামনে যেসব চ্যালেঞ্জ

১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতির তথ্য জানালো চেলসি

১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতির তথ্য জানালো চেলসি

নতুন বছরে দল বদলে উন্মুক্ত যেসব ফুটবলার

নতুন বছরে দল বদলে উন্মুক্ত যেসব ফুটবলার

ভালভার্দেই আস্থা ৮০ শতাংশ সদস্যের

ভালভার্দেই আস্থা ৮০ শতাংশ সদস্যের