পিএসজির জয়ে নেইমারের অবদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
পিএসজির জয়ে নেইমারের অবদান

পিএসজিতে যোগ দেওয়ার শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ব্রাজিল তারকা নেইমার। ম্যাচের প্রতি জয়েই রাখছেন বড় ভূমিকা। গত রাতেও লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষের দুর্দান্ত এক গোল করেছেন এ ফুটবল তারকা। শনিবার রাতে অনুষ্ঠিত ওই ম্যাচে নেইমার ছাড়াও গোলের দেখা পেয়েছেন বেরচিচে ও লো সেলসো।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণ করতে থাকে পিএসজি। ম্যাচের ২৪ মিনিটে গোলের সুযোগ পেলেও ডি মারিয়ার জোড়াল শট ফিরিয়ে দেন লিলের গোলরক্ষক। ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের সুযোগ পায় সফরকারী দলটি। তবে সেটিও ব্যর্থ!

অবশেষে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় পিএসজি। নেইমারের উঁচু করে বাড়ানো বল প্রতিপক্ষের এক খেলোয়াড় হেড করে ফেরানোর পর পেয়ে যান ইউরি বেরচিচে। নিচু শটে লক্ষ্যভেদ করেন স্পেনের এ ডিফেন্ডার।

বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে পিএসজি। ম্যাচের ৫৫ মিনিটে নেইমারের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৬৯ মিনিটে ডি-বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় পিএসজি। উড়িয়ে মেরে সেটাও নষ্ট করেন নেইমার।

ম্যাচের ৭৭ মিনিটে গোলের দেখা পায় নেইমার। দারুণ এক ফ্রি-কিকে বল জালে পাঠান ব্রাজিলের এই ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ১৮তম গোল।

আর ম্যাচের ৮৭ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিখুঁত চিপে আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসো বল জালে পাঠালে জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির। এ জয়ে ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগে অভিন্ন লক্ষ্যে লিভারপুল ও টটেনহ্যাম

চ্যাম্পিয়নস লিগে অভিন্ন লক্ষ্যে লিভারপুল ও টটেনহ্যাম

নেইমারকে পেতে লড়াইয়ে রিয়াল-ম্যানইউ

নেইমারকে পেতে লড়াইয়ে রিয়াল-ম্যানইউ

মেসি-রোনালদোর সমান বেতন হওয়া উচিত

মেসি-রোনালদোর সমান বেতন হওয়া উচিত

অসুস্থ অবামেয়াংয়ের অভিষেক নিয়ে শঙ্কা

অসুস্থ অবামেয়াংয়ের অভিষেক নিয়ে শঙ্কা