১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতির তথ্য জানালো চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০১ জানুয়ারি ২০২০
১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতির তথ্য জানালো চেলসি

বছর শেষে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতির ঘোষণা দিয়েছে ইংলিশ ক্লাব চেলসি। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর প্রকাশিত আর্থিক ফল অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির ব্যর্থতাই এত বড় ক্ষতির মূল কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে গত অর্থবছরের তুলনায় এবার টার্নওভার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৬.৭ মিলিয়ন পাউন্ড।

এছাড়া কেপা আরিবাজাবালাগা, ক্রিস্টিয়ান পুলিসিচ, মাতেও কোভাচিচ ও জর্জিনহোর মত তারকাদের পাশাপাশি স্ট্যামফোর্ড ব্রিজে নতুন ম্যানেজার নিয়োগের কারণে প্রায় ৯৬.৬ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে বলে সূত্রটি উল্লেখ করেছে।

ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে চেলসি চেয়ারম্যান ব্রুস বাক বলেছেন, ‘ধারাবাহিক রাজস্ব বৃদ্ধি ও আর্থিক বিষয়াদী সাবধানতার সাথে পরিচালনার কারণে সাম্প্রতিক সময়ে ট্রান্সফার মার্কেটে বড় অর্থ ব্যয় করতে পেরেছে চেলসি।

যে কারণে ২০১৮-১৯ মৌসুমে আরেকটি ইউরোপা লিগের শিরোপা ঘরে এসেছিল। একইসাথে ইউরোপীয়ান প্রতিযোগিতায় আবারও ফিরে আসতে পেরেছিল ব্লুজরা।’

বাক আরও বলেন, আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার কারণেই ফ্র্যাংক ল্যাম্পার্ডের অধীনে একটি তরুণ দল গঠনে পুরো ক্লাব সাহস দেখিয়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেলসি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন বছরে দল বদলে উন্মুক্ত যেসব ফুটবলার

নতুন বছরে দল বদলে উন্মুক্ত যেসব ফুটবলার

মুজিববর্ষে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা

মুজিববর্ষে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা

ভালভার্দেই আস্থা ৮০ শতাংশ সদস্যের

ভালভার্দেই আস্থা ৮০ শতাংশ সদস্যের

এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল

এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল