ভালভার্দেই আস্থা ৮০ শতাংশ সদস্যের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৯
ভালভার্দেই আস্থা ৮০ শতাংশ সদস্যের

২০২১ সালের গ্রীষ্মে বার্সেলোনার সাথে কোচ আর্নেস্তো ভালভার্দের বর্তমান চুক্তি শেষ হচ্ছে। তবে শর্তানুযায়ী আগামী বছরের জুনে ক্লাব অথবা ভালভার্দে নিজেই এ চুক্তি বাতিলের এখতিয়ার রাখে।

এদিকে সিদ্ধান্তটি যদি ক্লাব সদস্যদের ওপর ছেড়ে দেয়া হয় তবে সেটা ভালভার্দের পক্ষেই যাবে বলে জানা গেছে। কারণ, ক্লাবের অন্তত ৮০ শতাংশ সদস্য ভালভার্দেকে আরও কিছুদিন কাতালান রাজধানীতে দেখতে চায়।

ভালভার্দের অধীনে এ পর্যন্ত দুই মৌসুমেই লা লিগার শিরোপা জয় করেছে বার্সেলোনা। যদিও সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে একটু আগে ভাগেই বিদায় নিয়ে ভালভার্দের ওপর হতাশাও হয়েছেন অনেকেই। বিশেষ করে যেভাবে প্রতিপক্ষের কাছে বিধ্বস্ত হয়ে বার্সাকে বিদায় নিতে হয়েছে তা অনেকেই মেনে নিতে পারেননি।

ক্লাব সদস্যদের ওপর সাম্প্রতিক পরিচালিত এক পর্যবেক্ষণে দেখা গেছে, ভালভার্দেকে আগামী গ্রীষ্ম মৌসুমের পরেও যদি রাখার সিদ্ধান্ত নেয়া হয় তবে ক্লাবের ৮০ শতাংশ সদস্য তাতে ইতিবাচক ভোট দেবে।

আরও একবার ভালভার্দের অধীনে দারুণভাবে এবারের লিগ শুরু করেছে বার্সা। শীতকালীন বিরতির আগে ১৮ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে দুই পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে শীর্ষে থেকেই বছর শেষ করেছে বার্সেলোনা।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিলিপসকে ফিরিয়ে আনছে লিভারপুল

ফিলিপসকে ফিরিয়ে আনছে লিভারপুল

এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল

এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল

২০২০ সালে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০২০ সালে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

লা লিগায় তেবাসের প্রতিদ্বন্দ্বি নেই

লা লিগায় তেবাসের প্রতিদ্বন্দ্বি নেই