ফিলিপসকে ফিরিয়ে আনছে লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯
ফিলিপসকে ফিরিয়ে আনছে লিভারপুল

নাথানিয়েল ফিলিপসকে জার্মান ক্লাব স্টুটগার্ট থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল। ক্লাবের এক বিবৃতিতে ফিলিপসের দলভুক্তি নিশ্চিত করা হয়েছে।

হঠাৎ করেই সেন্টার-ব্যাকে খেলোয়াড়ের কমতি দেখা দেওয়ায় ফিলিপসকে ফিরিয়ে আনছে ইংলিশ জায়ান্টরা। ২২ বছর বয়সী ফিলিপস চলতি বছর ধারে বুন্দেসলিগার দ্বিতীয় লিগের দল স্টুটগার্টে খেলতে গিয়েছিলেন।

জার্মানিতে তিনি ১১টি ম্যাচে অংশ নিয়েছেন। আগামী ৫ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডে মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে এনফিল্ডে ম্যাচের মাধ্যমে ফিলিপসের লিভারপুলের হয়ে অভিষেক হতে পারে।

রেডস ম্যানেজার জার্গেন ক্লপ বর্তমানে সিনিয়র দুই সেন্ট্রাল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও জো গোমেজের ওপরই আস্থা রেখেছেন। হাঁটুর ইনজুরির কারণে জোয়েল মাটিপ ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ডিয়ান লোভরেন মাঠের বাইরে রয়েছেন।

মিডফিল্ডার ফাবিনহোও হাঁটুর সমস্যায় ভুগছেন। যে কারণে ফিলিপসকে উড়িয়ে আনতে বাধ্য হয়েছে লিভারপুল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল

এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল

ঘরের মাঠে সাউথ্যাম্পটনের কাছে বিধ্বস্ত চেলসি

ঘরের মাঠে সাউথ্যাম্পটনের কাছে বিধ্বস্ত চেলসি

২০২০ সালে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০২০ সালে যেসব রেকর্ড ভাঙতে পারেন মেসি

জুভেন্টাস ছেড়ে যাচ্ছেন মান্দজুকিচ

জুভেন্টাস ছেড়ে যাচ্ছেন মান্দজুকিচ