এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯
এক দশকে রোনালদোর সবচেয়ে কম গোল

২০১৯ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যে পুরো বছরে বিশ্ব ফুটবলের সাফল্য ও ব্যর্থতার হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। এক বর্ষ পঞ্জীতে শীর্ষ পাঁচজন গোলদাতার তালিকা থেকে এবার অনুপস্থিত জুভেন্টাসের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যা গত এক দশকের মধ্যে প্রথম।

এ বছর রোনালদো গোল করেছেন মোট ৩৯টি, এর মধ্যে জুভেন্টাসের হয়ে ২৫টি ও পর্তুগালের জার্সি গায়ে রয়েছে ১৪টি। গত প্রায় কয়েক বছরের মধ্যে এটাই রোনালদোর সবচেয়ে কম গোল।

২০১৩ সালে রোনালদো গোল করেছিলেন ৬৯টি গোল। এরপর থেকে অবশ্য তার গোল সংখ্যা ক্রমাগত কমেছে। ২০১৪ সালে ৬১টি, ২০১৫ সালে ৫৭টি, ২০১৬ সালে ৫৫টি, ২০১৭ সালে ৫৩টি, ২০১৮ সালে ৪৯টি ও ২০১৯ সালে পর্তুগীজ এ সুপারস্টার করেছেন ৩৯টি গোল।

এদিকে ২০১৯ সালে বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বছর শেষ করার কৃতিত্ব দেখাচ্ছেন রবার্ট লিওয়ানোদোস্কি। বায়ার্ন মিউনিখের এ পোলিশ স্ট্রাইকার ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচে গোল করেছেন ৫৪টি।



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়

রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়

এখনই অবসর নয়, আমি সম্পূর্ণ ভিন্ন মানুষ : রোলানদো

এখনই অবসর নয়, আমি সম্পূর্ণ ভিন্ন মানুষ : রোলানদো

রোনালদোর এ কেমন অশালীন উদযাপন (ভিডিও)

রোনালদোর এ কেমন অশালীন উদযাপন (ভিডিও)

রোনালদোর কারণে চীনে রিয়াল মাদ্রিদের জনপ্রিয়তায় ‌‘ধস’

রোনালদোর কারণে চীনে রিয়াল মাদ্রিদের জনপ্রিয়তায় ‌‘ধস’