জুভেন্টাস ছেড়ে কাতারের ক্লাব আল-দুহেইলে যোগ দিচ্ছেন ক্রোয়েশিয়ান তারকা মারিও মান্দজুকিচ। কাতারি ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের মতে আড়াই বছরের জন্য মান্দজুকিচ নতুন এ চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন। তবে ট্রান্সফারের বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
গত জুনে মরিসিও সারি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড জুভেন্টাসের হয়ে কোন ম্যাচ খেলেননি। কাতারি লিগে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে আল-দুহেইল। এ দলে মান্দজুকিচ তার সাবেক জুভ সতীর্থ মেহদী বেনাটিয়ার সাথে যোগ দিতে যাচ্ছেন।
২০১৫ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার পর মান্দজুকিচ ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে চারটি লিগ, তিনটি ইতালিয়ান কাপ ও একটি সুপারকাপের শিরোপা জিতেছেন। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পরাজিত দলটিরও তিনি সদস্য ছিলেন।
এর আগে মান্দজুকিচ ২০০৭-১০ সাল পর্যন্ত ডিনামো জাগ্রেব, ২০১০-১২ পর্যন্ত উল্ফসবার্গ, ২০১২-১৪ বায়ার্ন মিউনিখ ও ২০১৪-১৫ মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছেন।
বায়ার্নের হয়ে মান্দজুকিচ দুটি বুন্দেসলিগা শিরোপা ছাড়াও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। ক্রোয়েশিয়ার জাতীয় দলের জার্সি গায়ে তিনি ৮৯টি আন্তর্জাতিক ম্যাচে ৩৩টি গোল করেছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তিনি সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।