আগে খেলোয়াড় হিসেবে, এখন কোচ হিসেবে শ্রদ্ধা করি : জিদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৯
আগে খেলোয়াড় হিসেবে, এখন কোচ হিসেবে শ্রদ্ধা করি : জিদান

জিনেদিন জিদান বলেছেন, এ মৌসুমে তার মূল লক্ষ্যই হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার শিরোপা উপহার দেওয়া। একই সাথে তিনি স্বীকার করেছেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইটা হবে দারুণ চ্যালেঞ্জিং।

নতুন বছরের ২৬ ফেব্রুয়ারি ও ১৭ মার্চ শেষ ১৬’র দুই লেগে মুখোমুখি হবে রিয়াল-সিটি। চ্যাম্পিয়ন্স লিগে জিদানের রিয়ালের হয়ে পরপর তিনবার শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। অন্যদিকে পেপ গার্দিওলা জিতেজেন দুইবার। তারপরও কাতালান কোচকে বিশ্বের সেরা কোচ হিসেবে অভিহিত করতে ভুল করেননি জিদান।

জিদান বলেন, ‘গার্দিওলার বিপক্ষে খেলাটা সত্যিই দারুণ একটি বিষয়। একজন খেলোয়াড় হিসেবেও আমি তাকে শ্রদ্ধা করতাম, এর এখন করি কোচ হিসেবে। বিশ্বের সেরা কোচ তিনি এবং পুরো ক্যারিয়ারেই সে সেটা প্রমাণ করেছে।’

গার্দিওলার অধীনে বার্সেলোনা ২০০৯ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে। বায়ার্ন মিউনিখ ও সিটির হয়ে ঘরোয়া লিগের শিরোপা জয় করলেও দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন্স লিগে কোন সাফল্যের দেখা পাননি গার্দিওলা। যে কারণে সিটিজেনদের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে জিদান দারুণ আগ্রহ প্রকাশ করেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপে-নেইমার-ইকার্দির গোলে পিএসজির বড় জয়

এমবাপে-নেইমার-ইকার্দির গোলে পিএসজির বড় জয়

ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন লিভারপুল

ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন লিভারপুল

বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়

রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়