বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯
বছর শেষে সুখবর পেল বাংলাদেশ ফুটবল

বছরের শেষ দিকে সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। ফিফা বিশ্ব ফুটবল র‍্যাংকিংয়ে গতবছরের তুলনায় পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল।

গতবছর বাংলাদেশ ছিল ১৯২তম স্থানে। বছর শেষের র‍্যাংকিংয়ে বাংলাদেশ খুব একটা ওপরে উঠতে না পারলেও ১৮৭তম স্থানে থেকে বছর শেষ করলো জেমি ডের শিষ্যরা।

এদিকে র‍্যাংকিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করলো বেলজিয়াম। ফলে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা দল হওয়ার গৌরব অর্জন করলো রবার্তো মার্টিনেজের দল। এছাড়া র‍্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত রয়েছে ব্রাজিল-আর্জেন্টিনারও।

সর্বশেষ প্রকাশিত এ র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ২০১৯ সালে মধ্যপ্রাচ্যের দেশটি অর্জন করেছে ১৩৮ পয়েন্ট। ফেব্রুয়ারিতে এশিয়ান কাপ জিতে র‍্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়েছিল দলটি। এটাই চলতি বছরের র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ। পরের দুই স্থানে আছে যথাক্রমে আলজেরিয়া (৩২) ও জাপান (২২)।

এবারের বর্ষসেরা দল বেলজিয়াম ২০১৯ সালে সবমিলিয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। জয় পেয়েছে সবগুলোতেই। এদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স বছর শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে।

শীর্ষ দশে এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ব্রাজিল, ইংল্যান্ড, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা এবং কলম্বিয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়

রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি