পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ৩৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড এজেকুয়েল লাভেজ্জি।আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে লাভেজ্জি ৫১টি ম্যাচে অংশ নিয়েছেন।
২০১৪ সালে জার্মানির বিপক্ষে ফাইনালে মূল একাদশে তিনি ছিলেন। চাইনিজ সুপার লিগের ক্লাব হেবেই ফরচুনের হয়ে ক্যারিয়ার শেষ করার আগে তিনি নাপোলির হয়ে পাঁচ ও প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে পাঁচ মৌসুম খেলেছেন।
বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে তিনি চাইনিজ সুপার লিগে খেলেছেন। গত ২৭ নভেম্বর তিনি সর্বশেষ হেবেইর হয়ে মাঠে নামেন। ম্যাচটিতে চ্যাম্পিয়ন এভারগ্রান্ডের কাছে ৩-১ গোলে পরাজিত হলেও হেবেইয়ের হয়ে ৮১ মিনিটে একমাত্র গোলটি লাভেজ্জি করেছিলেন। ঐ ম্যাচের পরপরই তিনি অবসরের ইঙ্গিত দিয়েছিলেন।
বৃহস্পতিবার তার ফেসবুক পেজে আর্জেন্টিনা, ইতালি, ফ্রান্স ও চায়নায় গোল উৎসবের ছবি দিয়ে অবসরের ঘোষণা দেন তিনি। সেখানে তিনি লিখেন, ‘বছরগুলো দারুণ ছিল। বছরের পর বছর যে স্মৃতিগুলো আমি অর্জন করেছি তা আজীবন আমার মধ্যে থাকবে। পুরো যাত্রায় আমার পাশে যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।’