ক্লাব রেকর্ড চুক্তিতে দলে নেয়া পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের আর্সেনালে হয়ে মাঠে নামা আরো কিছুটা দেরী হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। গানার্স ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন অসুস্থতার কারণে গ্যাবনিজ এই তারকা স্ট্রাইকার শুক্রবার অনুশীলনে নামতে পারেননি।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে বুধবার ৫৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনালে যোগ দেন অবামেয়াং। কিন্তু ধারণা করা হচ্ছে শনিবার এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লীগের এ্যাওয়ে ম্যাচে তিনি খেলতে পারবেন না।
এ সম্পর্কে ওয়েঙ্গার বলেছেন, অবামেয়াং অসুস্থ, আগামীকাল তাকে পর্যবেক্ষন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আর্সেনাল আশা করছে ডর্টমুন্ডের সাবেক সতীর্থ হেনরিক মাখিটারিয়ানের সাথে আর্সেনালের হয়ে নিজেকে মেলে ধরবেন অবামেয়াং। গত মাসে এ্যালেক্সিস সানচেজের বিনিময় চুক্তি হিসেবে ওল্ড ট্র্যাফোর্ড থেকে আর্সেনালে যোগ দেন মাখিটারিয়ান।
হঠাৎ করেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ব্যস্ত হয়ে ওঠা আর্সেনাল থেকে মিডফিল্ডার অলিভার জিরুদও দলবদলের শেষ দিনে চেলসিতে যোগ দেন। এদিকে ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকটকে দীর্ঘদিন পরে এভারটনের কাছে ছেড়ে দিয়েছে আর্সেনাল।