ইংলিশ প্রিমিয়ার লিগের একেবারে বাজে অবস্থায় জায়ান্ট আর্সেনাল। লিগের ১৫তম রাউন্ডে নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে ২-১ গোলে হেরে গেছে গানাররা।
এ হারের ফলে ফলে প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচ জয়হীন রইলো আর্সেনাল। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচে কোনো জয় পায়নি তারা।
বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে প্রথম লিড পায় অতিথিরা। কর্নার কিক থেকে আর্সেনালের জালে বল জড়ান ব্রাইটনের অ্যাডাম ওয়েবস্টার।
বিরতির আগেই অবশ্য সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে সেটি আর হয়নি। ৪১ মিনিটের মাথায় ওবামেয়াংয়ের ক্রস থেকে জোসেপ উইলকের হেড প্রতিহত করেন ব্রাইটন গোলরক্ষক রিয়ান।
এরপর দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই সমতায় ফেরে গানাররা। ৫০ মিনিটে মেসুত ওজিলের কর্নার কিক থেকে হেডে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান লাকাজাতে।
৬৩ মিনিটে এগিয়ে যেতে পারতো আর্সেনাল। তবে ওজিলের ফ্রি কিক থেকে ডেভিড লুইজের গোল অফ-সাইডের ফাঁদে কাটা পড়ে। ৮০ মিনিটে আবারও এগিয়ে যায় ব্রাইটন। অ্যারোন মোয়ের ক্রস থেকে দারুণ হেডে জয়সূচক গোলটি এনে দেন নিল মাউপে।
খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের হার নিয়ে নিজেদের মাঠ ছাড়ে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১০ম স্থানে আছে তারা। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শিরোপায় এক হাত দিয়ে রেখেছে লিভারপুল।