শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের সম্ভাবনায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৯
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের সম্ভাবনায় বাংলাদেশ

দক্ষিণ এশিয়া গেমসে (এসএ গেমস) শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার রাতে নেপালের কাঠমান্ডুর দসরথ স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ারা।

শ্রীলঙ্কার বিপক্ষে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। কোচ জেমি ডের একাদশে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের পরিবর্তে জায়গা পেয়েছিলেন মাহবুবুর রহমান সুফিল। ম্যাটের ১২ মিনিটে তার করা গোলেই এসএ গেমস প্রথম জয়ের মুখ দেখলো লাল-সবুজ জার্সিধারীরা বাংলাদেশ।

এর আগে এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। এছাড়া দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জেমি ডের শিষ্যরা।

একমাত্র জয় ও একটি ড্র নিয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ফাইনালের পথে ঠিকে রইলো বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

লিগ পর্বের শীর্ষ দু’টি দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল

তিন বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ

খেলছে না ভারত, শিরোপা জয়ের প্রত্যাশা বাংলাদেশের

খেলছে না ভারত, শিরোপা জয়ের প্রত্যাশা বাংলাদেশের

প্রথম ম্যাচেই হেরে গেল বাংলাদেশ

প্রথম ম্যাচেই হেরে গেল বাংলাদেশ