অন্তত এক মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে কাটাতে হবে পায়ের গোড়ালির ইনজুরিতে আক্রান্ত লিভারপুলের মিডফিল্ডার ফ্যাবিনহোকে। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার নাপোলির বিপক্ষে ম্যাচে তার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার এ তথ্য জানিয়েছে লিভারপুল।
প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা জার্গেন ক্লপের লিভারপুলের সেরা একাদশে নিজেকে প্রতিষ্ঠিত করা এ ব্রাজিলীয় অ্যানফিল্ডে অনুষ্ঠিত ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের ১৮ মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
লিভারপুল জানায়, ডিসেম্বরের শেষভাগ পর্যন্ত ক্লাবের ১০ ম্যাচের ব্যস্ত সূচিতে অংশ নিতে পারছেন না ২৬ বছর বয়সী এ মিডফিল্ডার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানায়, সপ্তাহের মধ্যভাগে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফ্যাবিনহোর পায়ের গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনরায় নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে নতুন বছরের আগে তিনি আর মাঠে ফিরতে পারবেন না।
ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে মেলউডে শুরু হবে তার পুনর্বাসন কার্যক্রম। ফলে চলতি বছর (২০১৯) এ তার আর মাঠে ফেরা হচ্ছে না।