খেলছে না ভারত, শিরোপা জয়ের প্রত্যাশা বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৯
খেলছে না ভারত, শিরোপা জয়ের প্রত্যাশা বাংলাদেশের

কাঠমান্ডু গেছে বাংলাদেশ ফুটবল দল, ছবি : বাফুফে

দক্ষিণ এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে ভারতের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে এবার এলো চূড়ান্ত খবর। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে খেলছে না ভারত।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এর আগেই গেমসের আয়োজক কমিটি ভারতকে রেখেই গ্রুপিং চূড়ান্ত এখন বাকি পাঁচ দল নিয়েই রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবল আসর।

ভারত ছাড়া টুর্নামেন্টের পাঁচটি দল হলো- স্বাগতিক নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান। এদিকে ভারত না থাকায় বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। শিরোপা জয়ের প্রত্যাশাও বেড়ে গেছে।

দক্ষিণ এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে আজ বুধবার কাঠমান্ডু গেছে বাংলাদেশ ফুটবল দল। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের ফুটবলাররা শুনিয়ে গেছেন সেই প্রত্যাশার কথা। স্বপ্ন দেখছেন সোনার পদক পুনরুদ্ধারের।
sportsmail24

দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল শুরু হবে ১ ডিসেম্বর (রোববার)। এর আগেই আনুষ্ঠানিকভাবে নতুন করে সূচি জানিয়ে দেওয়া হবে। ভারত না থাকায় এখন পাঁচ দল নিয়েই রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। আর টেবিলের শীর্ষে থাকা দু‘দল খেলবে ফাইনাল

বাংলাদেশের ২০ সদস্যের দল
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মোহাম্মদ পাপ্পু হোসেন ও মাহফুজুর রহমান প্রীতম
রক্ষণভাগ : বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত ও সুশান্ত ত্রিপুরা
মাঝমাঠ : জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আল আমিন
আক্রমণভাগ : সাদ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, রাকিব হোসেন ও আরিফুর রহমান।



শেয়ার করুন :


আরও পড়ুন

এসএ গেমসে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ৬২১ জন

এসএ গেমসে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ৬২১ জন

প্রথম দিনেই ভারত ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

প্রথম দিনেই ভারত ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

এশিয়ান আরচ্যারিতে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ

এশিয়ান আরচ্যারিতে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ