১৫ মিনিটেই চার গোল, লেভানডোভস্কির ইতিহাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৭ নভেম্বর ২০১৯
১৫ মিনিটেই চার গোল, লেভানডোভস্কির ইতিহাস

ম্যাচের শুরুতেই মাত্র ১৫ মিনিটের মধ্যে চার গোল করে চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়েছেন রবার্ট লেভানডোভস্কি। তার এমন নৈপুণ্যে মঙ্গলবার টুর্নামেন্টে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে কোচহীন বায়ার্ন মিউনিখ।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে চার গোল আদায়ের এ ঘটনা ঘটলো। এর ফলে ৫ ম্যাচ থেকে ১০ গোল করে টুর্নামেন্টের চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছেন রবার্ট লেভানডোভস্কি। প্রথমার্ধে আরও একটি গোল করেছিলেন তিনি। তবে ভিএআর প্রযুক্তির কারণে সেটি হ্যান্ডবলের দায়ে বাতিল হয়ে যায়।

খেলা শেষে স্কাই টিভিকে লেভানডোভস্কি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সত্যিই ভালো খেলেছি। রক্ষণভাগেও আক্রমণভাগেও। কে খেলছে সেটি বড় কথা নয়। সবাই একই রকম পরিকল্পনা অনুসরণ করেছি। আমি গোল না করলেও দল যদি জয়লাভ করতো তাহলেও আমি একই রকম খুশি হতাম।’

গত শনিবার ফরচুনা ডাসেলডর্ফের বিপক্ষে দল ৪-০ গোলে জয়লাভ করলেও কোন গোল করতে পারেননি রবার্ট লেভানডোভস্কি। এ নিয়ে চলতি মৌসুমে ২০ ম্যাচে অংশ নিয়ে ২৭ গোল করেছেন পোল্যান্ডের এ স্ট্রাইকার।

গত অক্টোবর লন্ডনে সের্গে জিনাব্রির দেয়া চার গোলে টটেনহ্যামকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। এটিও ছিল ক্লাবটির জন্য স্মরণীয় আরেকটি রাত। এ নিয়ে ইউরোপীয় টুর্নামেন্টে টানা ৫ ম্যাচে জয়লাভ করেছে বায়ার্ন। অবশ্য আগের জয়েই নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল জার্মান জায়ান্টদের। এখন জার্মান কোন ক্লাব হিসেবে গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবকটিতে জয়ের পথে রয়েছে তারা।



শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচক হলেন বেইলি

অস্ট্রেলিয়া ক্রিকেটের নির্বাচক হলেন বেইলি

স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা

স্মিথের অন্যরকম প্রতিজ্ঞা

দিবালার অসাধারণ গোলে শীর্ষে জুভেন্টাস

দিবালার অসাধারণ গোলে শীর্ষে জুভেন্টাস

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ

ঢাকায় আসতে ৩ মিলিয়ন ইউরো চায় ম্যানইউ