পাওলো দিবালা অসাধারণ কার্লিং ফ্রি-কিকে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-ডি’র শীর্ষস্থান নিশ্চিত করেছে জুভেন্টাস। দুই ম্যাচ হাতে রেখে এর আগেই অবশ্য ইতালিয়ান চ্যাম্পিয়নদের শেষ ১৬ নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে মঙ্গলবারের জয়ে গ্রুপের শীর্ষ স্থান নিশ্চিত হলো জুভদের।
প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে বাম পায়ের জোড়ালো শটে দিবালা বল জালে জড়ান। এ গোলে অ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। নক আউট পর্বে যেতে হলে আগামী মাসে লোকোমোটিভর মস্কোর বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে দিয়েগো সিমিয়োনের দলকে অবশ্যই জয়ী হতে হবে।
ম্যাচ শেষে জুভেন্টাস কোচ মরিসিও সারি বলেন, ‘আমি মনে করি দিবালা যে গোলটি দিয়েছে তা সাধারণত কেউই প্রত্যাশা করে না। সে সত্যিকার অর্থেই ভিন্ন কিছু করেছে। এ জন্য অবশ্যই দিবালা প্রশংসা পাওয়ার যোগ্য। এটা তার অসাধারণ দক্ষতার ফলাফল।’
আটালান্টার বিপক্ষে গত সপ্তাহে লিগ ম্যাচে অনুপস্থিত থাকার পর কাল পুরো ম্যাচে মাঠে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হাঁটুর হালকা ইনজুরির কারণে আগে দুটি ম্যাচে তাকে বদলী করা হয়েছিল। আপাতত রোনালদো পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরেছেন বলেই নিশ্চিত করেছেন সারি।
পাঁচ ম্যাচে ৪টিতেই জয়ী হয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জুভেন্টাস। অ্যাথলেটিকোর সংগ্রহে আছে ৭ পয়েন্ট। লোকোমোটিভকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের সংগ্রহে আছে ৬ পয়েন্ট।