২০১৯ মৌসুমে আফ্রিকান বর্ষসেরা ফুটবলে মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন বর্তমানে এ পুরস্কারের মালিক মোহাম্মদ সালাহ। সালাহ ছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আরও ৯ জন রয়েছেন।
সালাহ’র লিভারপুল সতীর্থ সাদিও মানে ও নেবি কেইটাও তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া আর্সেনাল থেকে থেকে দু’জন (পিয়েরে-এমেরিক অবামেয়াং ও নিকোলাস পেপে) এবং ক্রিস্টাল প্যালেস থেকে দু’জন (জর্ডান আয়ে ও উইলফ্রিড জাহা) রয়েছেন।
প্রিমিয়ার লিগের অন্য খেলোয়াড়রা হলেন- রিয়াদ মাহারেজ (ম্যানচেস্টার সিটি), উইলফ্রিড এনডিডি (লিস্টার সিটি), মাহমুদ ট্রেজেগুয়েট হাসান (অ্যাস্টন ভিলা)।
ইউরোপের অন্যান্য লিগ থেকে মনোনীতদের তালিকায় স্থান পেয়েছেন ১২ জন খেলোয়াড়। যার মধ্যে রয়েছে ফ্রান্সের ৩ জন, বেলজিয়াম, ইতালি ও নেদারল্যান্ডের দু’জন করে এবং জার্মানি, পর্তুগাল ও স্পেনের লিগে খেলা একজন করে খেলোয়াড়।
১৯৭০ সালে প্রথমবারের মত এ পুরস্কারের প্রবর্তন করা হয়। এবারের তালিকায় বাকি ৮ জনের মধ্যে পাঁচজন এশিয়ান ক্লাব ও তিনজন রয়েছেন আফ্রিকার ক্লাবের খেলোয়াড়।
এবারের বর্ষসেরা খেলোয়াড়ের হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে তালিকায় এগিয়ে রয়েছেন মিশরীয় তারকা ফরোয়ার্ড সালাহ। তবে পারফরমেন্স বিবেচনায় সেনেগালের মানেও অনেকটাই এগিয়ে রয়েছেন।
লিভারপুলের হয়ে পুরো মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করা মানেকে এ ক্ষেত্রে অনেকেই এগিয়ে রেখেছেন। ২০১৯ আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সেনেগালকে পৌঁছে দেবার ক্ষেত্রেও মানের অসামান্য অবদান রয়েছে। যদিও কায়রোতে অনুষ্ঠিত ম্যাচটিতে তারা আলজেরিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল।
এছাড়া তালিকায় স্থান পাওয়া অপর তারকারা হচ্ছেন- সাবেক আফ্রিকান বর্ষসেরা বিজয়ী মাহারেজ, যার নেতৃত্বে ১৯৯০ সালের পর প্রথমবারের মত আফ্রিকান নেশন্স কাপের শিরোপা ঘরে তুলেছে আলজেরিয়া। এছাড়া গানার্স তারকা অবামেয়াংয়ের নামও অনেকেই আলোচানায় রেখেছেন।
৭ জানুয়ারি মিশরের একটি বিলাসবহুল রিসোর্টে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।