মারিসিও পচেত্তিনোর সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনেছে টটেনহ্যাম হটস্পার। তার জায়গা নতুন কোচ হিসেবে অভিজ্ঞ হোসে মরিনহোকে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এ ক্লাব। পচেত্তিনোকে বরখাস্ত করার পর নতুন কোচ নিয়েেগে ১২ ঘণ্টারও কম সময় নিয়েছে লন্ডনের ক্লাব।
টটেনহ্যাম এ মুহূর্তে লিগ টেবিলের ১৪ নম্বরে রয়েছে। শেষ পাঁচ ম্যাচে কোনো জয় না পাওয়ায় আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে মরিনহোকে দায়িত্ব দিতে পেরে উচ্ছ্বসিত টটেনহ্যাম হটস্পারের সভাপতি ড্যানিয়েল লেভি। গত দুই দশকের অন্যতম সফল কোচের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। লেভি বলেন, ‘ক্লাব ইতিহাসে আমরা সবচেয়ে সফলতম একজন কোচকে পেলাম।’
পচেত্তিনোকে বিদায় করে দেওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, নতুন কোচ হিসেবে মরিনহো দায়িত্ব নিতে পারেন। গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুমের মাঝপথেই বরখাস্ত হন মরিনহো। দলের ফর্মের সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের অবনতি ছিল বড় কারণ।
এরপর বিভিন্ন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও কারও সঙ্গে চুক্তি করেননি মরিনহো। এর মধ্যেই স্কাইয়ের সাথে ধারাভাষ্যকার হিসেবে কাজও করেছেন।
নতুন দায়িত্ব পাওয়া পর ৫৬ বছর বয়সী এ কোচ বলেন, ‘স্কোয়াডে যারা আছে এবং একাডেমিতে যেসব ফুটবলার আছে সেটা দেখে আমি আনন্দিত, এসব ফুটবলারদের সাথে কাজ করাটা আকর্ষণীয় হবে।’
আপাতত দুই পক্ষের মধ্যে চুক্তিটা ২০২২-২৩ পর্যন্ত হয়েছে বলে জানিয়েছে টটেনহ্যাম।