নাটকীয়তা সম্পূর্ণ ম্যাচে মেক্সিকোকে হারিয়ে ফিফা অনুর্ধ-১৭ বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ব্রাজিল। সর্বশেষ ১৬ বছর আগে এ শিরোপা জিতেছিল ব্রাজিল। রোববার (১৭ নভেম্বর) পেলে-নেইমারদের উত্তরসূরীরা চতুর্থবারের মতো শিরোপার স্বাদ নিল।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনও দল। আক্রমণ-পাল্টা আমক্রণেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচের ৬৬তম মিনিটে মেক্সিকো লিড নেয়।
তবে ৮৩তম মিনিটে কায়ো জার্জের পেনাল্টি থেকে গোলে সমতায় ফিরে ব্রাজিলীয় তরুণরা। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে জয়সূচক গোল করে দলকে আনন্দে ভাসান লাজারো।
আসরে ৭ ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুট জিতলেন নেদারল্যান্ডের সর্ন্ট হানসেন এবং গোল্ডেন গ্লাভস জিতলেন ব্রাজিলের গোলরক্ষক ম্যাথুয়েজ ডোনেল্লি টুর্নামেন্টের সেরা প্লেয়ার হলেন চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্যাব্রিয়েল ভেরন।
এদিকে সম্প্রতি ব্রাজিল জাতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেটিন্টনার কাছে ১-০ গোলে হেরে গেছে। ওই ম্যাচে ব্রাজিলকে হারিয়ে সুপার ক্লাসিকো জয় করেছে মেসির আর্জেন্টিনা।