হাজারতম ম্যাচে মন্টেনেগ্রোকে বিধ্বস্ত করে চূড়ান্ত পর্বে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৯
হাজারতম ম্যাচে মন্টেনেগ্রোকে বিধ্বস্ত করে চূড়ান্ত পর্বে ইংল্যান্ড

নিজেদের হাজারতম আন্তর্জাতিক ম্যাচে মন্টেনেগ্রোকে ‘নির্মমভাবে’ হারিয়ে ইউরো ২০২০ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। লন্ডনে অনুষ্ঠিত ম্যাচে হ্যারি কেনের হ্যাটট্রিকে ৭-০ গোল জয় তুলে নিয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই ইংলিশ দলের হয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যারি কেন। যার মাধ্যমে ইংল্যান্ডের সর্বকালের সর্বাধিক গোলদাতাদের তালিকার ষষ্ঠ স্থানে ঠাই করে নিয়েছেন তিনি। বাছাইপর্বের ৭ ম্যাচ থেকে এ পর্যন্ত ১১ গোল আদায় করেছেন তিনি।

এছাড়া ইংলিশ দলের হয়ে গোল করেছেন অ্যালেক্স অক্সালেদ-চেম্বারলিন, মার্কাস রাসফোর্ড ও টামি আব্রাহাম। সেই সঙ্গে যুক্ত হয় আলেক্সান্দার সোফ্রানাকের আত্মঘাতি গোল। ফলে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। দলের হয়ে আব্রাহাম প্রথম আন্তর্জাতিক গোলের মালিক হয়েছেন। গ্রুপ পর্বের ৭ ম্যাচ থেকে রেকর্ড সংখ্যক ৩৩ গোল আদায় করেছে ইংলিশরা।

খেলা শেষে সাউথগেট বলেন, আগে নিচের র‌্যাংকের দলগুলোর সঙ্গে খেলতে গিয়ে আমাদের সংগ্রাম করতে হতো। কিন্তু এখন আমাদের এমন সব খেলোয়াড় রয়েছে যারা ওই দলগুলোর গোলমুখ খুলতে পারেন এবং নিজস্ব ক্রীড়া শৈলীতে গোল করতে পারেন। আমরা এখন নির্মমভাবেই চূড়ান্ত পর্ব খেলার যোগ্যতা অর্জন করেছি।

স্টার্লিংয়ের শাস্তির ঘটনা জনসমক্ষে প্রচারিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে গোটা সপ্তাহ খুবই চাপের মুখে কাটিয়েছেন সাউথগেট। কিন্তু প্রতিপক্ষ দলকে উড়িয়ে দিয়ে এখন কিছুটা নির্ভার হয়েছেন তিনি।

ইংলিশ কোচ বলেন, আমাদের আক্রমণভাগে বেশকিছু অসাধারণ মানের খেলোয়াড় রয়েছে। আমরা জিততে পারব বলে এমনিতেই আশাবাদী ছিলাম।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ওমানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

ওমানের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন লুকা মড্রিচ

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন লুকা মড্রিচ

মিশরের হয়ে খেলা হচ্ছে না সালাহ’র

মিশরের হয়ে খেলা হচ্ছে না সালাহ’র

দুই আর্জেন্টাইনের গোলে পিএসজির রক্ষা

দুই আর্জেন্টাইনের গোলে পিএসজির রক্ষা