ওমানকে প্রথমার্ধ পর্যন্ত গোলশূন্য আটকে রেখেছিল বাংলাদেশ, তবে শেষরক্ষা হয়নি। মাসকাটে অনুষ্টিত বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিকদের কাছে ৪-১ গোলে হেরে গেছে জামাল ভূঁইয়াদের বাংলাদেশ ফুটবল দল।
খেলার প্রথমার্ধ গোলভাবে শেষ হলেও ৪৮, ৬৮ ও ৭৮ মিনিটে গোল খেয়ে ৩-০ তে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরে অবশ্য ৮১ মিনিটে বিপলু আহমেদের গোলে ব্যবধান কমায়। তবে শেষ দিকে আরেকটি গোল খেয়ে বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বড় পরাজয় সঙ্গী হলেও বাংলাদেশের শুরুটা ছিল আশা জাগানিয়া। প্রথমার্ধে দুই দলই ছিল সমানে সমান। ওমানের আক্রমণগুলো বেশ ভালোভাবের রুখে দিয়েছে বাংলাদেশের রক্ষণভাগ। মাঝে মধ্যে আক্রমণও করেছে।
দ্বিতীয়ার্ধে ওমানের আক্রমণে কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেম। বিরতির পর মাত্র তৃতীয় মিনিটেই প্রথম গোল এনে দেন ওমানের মহসিন আল খালদি। ২০ মিনিট পর ৬৮ মিনিটে দ্বিতীয় গোল করেন আল মান্ধার আল আলভি।
এরপর ম্যাচের ৭৮ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয় গোল করেন আরশাদ আল আলভি। আর যোগ করা সময়ে স্কোরশিটে নাম তোলেন আমরান সাইদ জুমা আল হিদি। তবে এর আগে ৮১ মিনিটে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ।