চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল নিশ্চিত করার অপেক্ষা বাড়লো ম্যানচেস্টার সিটির। বুধবার রাতে তলানীর ক্লাব আটালান্টার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচের ৭ মিনিটেই রাহিম স্টার্লিংয়ের গোলে লিড পাওয়া ম্যানচেস্টার সিটি দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে বসে।
এছাড়া মাংস পেশীর সমস্যায় কারণে মাঠ ছাড়তে হয় সিটির ব্রাজিলীয় গোল রক্ষক এডারসন। শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে লাল কার্ড দেখে বিদায় নেন বদলি হিসেবে খেলতে আসা ক্লাওদিও ব্রাভো। ফলে ১০ জন নিয়েই বাকি সময় খেলতে হয় পেপ গার্দিওলার শিষ্যদের। এ ড্রয়ের ফলে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্টের দেখা পেল ইতালীয় ক্লাব আটালান্টা।
ড্র করা সত্ত্বেও ‘সি’ গ্রুপ থেকে প্রথম চার ম্যাচে অংশ নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে তালিকার শীর্ষেই রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ৫ পয়েন্ট করে নিয়ে পরের অবস্থানে আছে শাখতার দোনেৎস্ক ও ডায়নামো জাগ্রেব। বুধবার গ্রুপের অপর ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে এ ক্লাব দুটি।
তবে সানসিরোর ম্যাচটিতে উত্তেজনার সৃষ্টি হয় যখন খেলার ৯ মিনিট বাকি থাকতে দায়িত্বরত রেফারি জসিপ ইলিসিসকে ফেলে দেয়ার অপরাধে সরাসরি লাল কার্ড দেখিয়ে বিদায় করেন সিটি তারকা ব্রাভোকে।
খেলা শেষে সিটি কোচ গার্দিওলা বলেছেন,‘ প্রথমার্ধে আমরা খুবই ভালো খেলেছি। ইতালীয় দলটির বিপক্ষে খেলাটা যে কত কঠিন ছিল তা চিন্তাই করতে পারবেন না। তবে প্রথমার্ধে আমাদের পারফর্মেন্স ছিল দুর্দান্ত। যদিও দ্বিতীয়ার্ধে আমাদের বেশ ধুকতে হয়েছে।’