বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার খেলোয়াড়রা ভয়াবহ এক বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। ত্রুটিপূর্ণ বিমান এক দফা ঠিক করে আকাশে উড়লে আরেক দফা ত্রুটি দেখা দেয়। পরে ঘণ্টা খানেক আকাশে উড়ার পর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।
ঘটনাটি ঘটেছে রোববার দিনগত রাতে। জানা যায়, বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে রোববার রাতে ওমানের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মামুনুল ইসলামদের। তবে ফুটবলার ও কর্মকর্তাদের বোর্ডিং ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শেষ হওয়ারও দুই ঘণ্টা পর ছাড়ে বাংলাদেশ বিমানের বিজি ০২১ ফ্লাইটটি।
দেড়িতে ছাড়ার কারণ হিসেবে জানা যায়, আকাশে উড়ার আগেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে। পরে যান্ত্রিক ত্রুটি সেরে প্রায় ২ ঘণ্টা দেড়ি আকাশে উড়ে বিমান বাংলাদেশের বিজি ০২১ ফ্লাইট। আকাশে উড়া অবস্থায় বিমানে আবারও ত্রুটি দেখা দেয়। বিমানের সব লাইট বন্ধ হয়ে যায়।
প্রায় এক ঘণ্টা আকাশে উড়ার পর পাইলট বিমানটি ঢাকায় ফেরত নিয়ে আসে এবং শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। বর্তমানে বাংলাদেশ দলের সব ফুটবলার ও কর্মকর্তারা নিরাপদে আছেন।