নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের জার্সিতে ফিরছেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০১ নভেম্বর ২০১৯
নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের জার্সিতে ফিরছেন মেসি

ফাইল ছবি

নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরছেন লিওলেন মেসি। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে আর্জেন্টাইন জাতীয় দলে ডাক পেয়েছেন বার্সেলোনা সুপার স্টার মেসি।

জুলাইয়ের ৭ তারিখে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর আর আর্জেন্টাইন দলে দেখা যায়নি মেসিকে। ম্যাচ শেষে দক্ষিণ আমেরিকার ফুটবল পরিচালনা পরিষদ কনমেবোলকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করার অপরাধে তিন মাসের জন্য নিষিদ্ধ হন এ স্ট্রাইকার।

৩ নভেম্বর মেসির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। এরি মধ্যে দেশের জার্সিতে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে  লিওলেন মেসি মাঠে নামছে বলে নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

অন্যদিকে জাতীয় দলের হয়ে চারটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ থেকে বিরত থাকার পর ডাক পেয়েছেন আর্জেন্টিনার ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও এগুয়েরো। কোপা আমেরিকার পর বিষ্ময়কর ভাবে পুনরায় ডাক পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্কোস রোহোও স্কোয়াডে অক্ষুণ্ন রয়েছেন।

মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনা চারটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছে। তন্মধ্যে চিলির সঙ্গে গোল শূণ্য ও জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। তবে মেক্সিকোকে ৪-০ গোলে এবং ইকুইডরকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা।

১৫ নভেম্বর সৌদি আরবে-ব্রাজিলের মোকাবেলা করবে মেসিরা। ১৮ নভেম্বর ইসরাইলে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। পাঁচবারের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী মেসি মৌসুমের শুরুতেই ইনজুরির কবলে পড়েছিলেন। আগস্টে পায়ে আঘাত পাওয়া এ তারকা সেপ্টেম্বরে চোট পান উরুতে।

ইনজুরি কাটিয়ে বার্সার হয়ে ফের মাঠে নেমেছিলেন মেসি। কাতালান দলটি সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ সাত ম্যাচের সবকটিতে জয়লাভ করেছে। গত মঙ্গলবার রিয়াল ভ্যালাডোলিডের বিপক্ষে কাতালানদের ৫-১ গোলে জয় পাওয়া ম্যাচে দুই গোল করেছেন মেসি।

আর্জেন্টিনার স্কোয়াড
গোল রক্ষক : অগাস্টিন মারচেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ ও এস্তেবান আন্ড্রাডা
ডিফেন্ডার : হুয়ান ফয়থ, রেঞ্জো সারাভিয়া, নিকোলাস ওটামেন্ডি, জারমান পেজ্জেলা, মার্কোস রোহো, ওয়াল্টার কানেম্যান, নিকোলাস টাগলাফিকো, নেহুয়েন পেরেজ, গুইডো রড্রিগুয়েজ
মিডফিল্ডার : জিওভানি লো সেলসো, লিওয়ান্দ্রো প্যারেডেস, নিকোলাস ডোমিঙ্গুয়েজ, রড্রিগো ডি পল, মার্কাস এ্যকুনা, রবার্তো পেরেইরা, লুকাস ওকাম্পোস
ফরোয়ার্ড : লিওনেস মেসি, সার্জিও এগুয়েরো, নিকোলাস গঞ্জালেজ, লুকাস আলারিও, লটারো মার্টিনেজ ও পাওলো দিবালা।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারকে পেতে বার্সেলোনার বেতন পরিশোধেও পরিবর্তন

নেইমারকে পেতে বার্সেলোনার বেতন পরিশোধেও পরিবর্তন

চ্যাম্পিয়ন চট্টগ্রামকে হারিয়ে চমক দেখালো তেরেঙ্গানু

চ্যাম্পিয়ন চট্টগ্রামকে হারিয়ে চমক দেখালো তেরেঙ্গানু

শুরুতে গোল খেয়ে পেনাল্টিতে জয় পেল লিভারপুল

শুরুতে গোল খেয়ে পেনাল্টিতে জয় পেল লিভারপুল

জুভেন্টাসের স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদো

জুভেন্টাসের স্কোয়াডে ক্রিস্টিয়ানো রোনালদো